ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আধুনিক নগরী গড়ার আশ্বাস সাখাওয়াতের

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব ॥ আইভী

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৬

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব ॥ আইভী

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ২০১ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর প্রচারাভিযানে পুরো মহানগরী এলাকায় উৎসবের আমেজের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্রচার চালাচ্ছেন। তাদের পক্ষে সোমবারও প্রচারে অংশ নিয়েছেন তাদের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সব মিলিয়ে পুরো সিটি কর্পোরেশন এলাকায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সোমবার ১৩ ও ১৫নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি জামতলায় সাংসদ শামীম ওসমানের শ্বশুরবাড়িতে গিয়ে ভোট চান। তাকে স্বাগত জানান শামীম ওসমানের শাশুড়ি সামসুন নাহার। আইভী গণসংযোগকালে সাংবাদিকদের উন্নয়নের ধারাবাহিতকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী মেয়র থাকাকালীন গত ৫ বছরে ৬৬৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৯৩৩ টাকার উন্নয়ন কাজ করেছেন। অন্যদিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ১৩নং ওয়ার্ডের গণসংযোগকালে আধুনিক নগরী গড়ে তোলার আশ্বাস দেন। এদিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাইতে এসে বিএনপির কেন্দ্রীয় নেতারা আবারও সুষ্ঠু ভোটের জন্য আবারও সেনা মোতায়েন চাইলেন। অন্যদিকে আওয়ামী লীগ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নতুন রাজনীতি শুরু করেছেন। উন্নয়নের ধারাবাহিকতার প্রতিশ্রুতি আইভীর ॥ আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৩নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের বলেন, আমি এখন পর্যন্ত অবস্থার কোন খারাপ কিছু দেখিনি। আমি যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। নারায়ণগঞ্জে শান্ত পরিবেশে নির্বাচনের আমেজ নিয়ে নারী-পুরুষ সকলেই ইনজয় করছে, উৎসাহিত হচ্ছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে আইভী বলেন, নির্বাচিত হতে পারলে আমার চলমান প্রক্রিয়াগুলোকে প্রাধান্য বেশি দিব। যেহেতু আমাদের শর্ট টাইম, মিড টাইম এবং লং টাইম একটা ভিশন আছে, সিটি কর্পোরেশনের সেই ভিশনগুলোর মধ্যে আমি সবচেয়ে মনোনিবেশ করব এবং চলমান কাজগুলোকে কিভাবে দ্রুত শেষ করা যায় আমি সেই দিকে মনোনিবেশ করব। গ্যাস এবং পানি সমস্যা সমাধানে কি উদ্যোগ নেয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আসলে গ্যাস এবং পানির দায়িত্ব সিটি কর্পোরেশনের নয়। গ্যাসের সমস্যা একটু নারায়ণগঞ্জে আছে, আমি বিদ্যুত প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এখানে গ্যাসের চাপ হয়ত কিছুটা কমে গেছে, কিন্তু গ্যাসের কাজ চলছে। আপনারা দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না। গ্যাস ও পানি সিটি কর্পোরেশনের নয়। নারায়ণগঞ্জ অঞ্চলে পানি ঠিক আছে। সিদ্ধিরগঞ্জে পানির একটু সমস্যা আছে। এটা ঢাকা ওয়াসা দেখবে। কিন্তু এ কাজটি যতটুকু সহায়তা করার ঢাকা ওয়াসাকে সহযোগিতা করছি। উন্নয়ন প্রসঙ্গে আইভী বলেন, কাজটি আপনারা নিজেরাই দেখছেন চলমান আছে। ডাঃ আইভীর পক্ষে প্রচারে কেন্দ্রীয় নেতারা ॥ ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গণসংযোগ করেন। এ সময় তারা নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। ভোটারদের মাঝে লিফলেট বিলি করেন। এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইসহাক আলী পান্না, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুর রহমান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হেসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুর রহমান চৌধুরী নওফেল বলেছেন, আমাদের প্রতিপক্ষ প্রার্থী যাকে দাঁড় করিয়েছেন, তার অত্র অঞ্চলে স্থানীয় ভোটার কী না নিয়ে সন্দেহ আছে। কিছু দিন আগে তাকে অন্য একটি অঞ্চল থেকে এনে এখানে ভোটার করা হয়েছে। এর মধ্যে আমরা কী দেখতে পাই, গভীর ষড়যন্ত্রের একটি ক্ষুদ্র অংশ। আধুনিক নগরী গড়ে তোলার আশ্বাস-সাখাওয়াতের ॥ বিএনপি দলীয় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান ১৩ নং ওয়ার্ডে সোমবার সকালে নগরীতে গণসংযোগকালে সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নাগরিকদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আমি মনে করি এই সিটি কর্পোরেশনের নির্বাচন সরকার এবং নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করবে। কোন ভয়ভীতির উর্ধে উঠে সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্র গিয়ে তাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারে। আমরা আশা করি এই নির্বাচনটি একটি দৃষ্টান্ত হয়ে থাকব। এই নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী। সাখাওয়াতের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা- আবারও সেনা মোতায়েনের দাবি ॥ এদিকে দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আবার বার বার তাগিদ দিয়েছি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য আমরা আর্মি চেয়েছি। আর্মি আসলে আমাদের নির্বাচন নিরপেক্ষ হবে। আমার বার বার বলেছি ও বলছি। আমরা আশা করছি এখন পর্যন্ত যেভাবে আমাদের প্রচার-প্রচারণা চলছে, এই নির্বাচন তো ধানের শীষ ও নৌকা। ইতোপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে যেগুলো নিরপেক্ষ হয়েছে সেগুলোতে ধানের শীষ জয়লাভ হয়েছে। আগামী ২২ ডিসেম্বর মেয়র নির্বাচনে নারায়ণগঞ্জের মানুষ বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করবে বলে আমরা বিশ্বাস করি।
×