ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৬, ১৩ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্য জানালা কর্মসূচী ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সোমাবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞ অজিত কুমার সরকার, টিএসবির সহকারী সম্পাদক ও কর্মসূচী সমন্বয়ক প্রতীক মাহমুদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন শুরু হয়েছিল গ্রাম থেকে। দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয় এবং এসব সেন্টারে কর্মরত প্রায় ১০ হাজার উদ্যোক্তা প্রতিনিয়ত গ্রামের মানুষকে বিভিন্ন ধরনের তথ্য ও সেবা দিয়ে যাচ্ছে। সিরাজদিখানে বিষ প্রয়োগে সরিষা নষ্ট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে বিষাক্ত কীটনাশক দিয়ে জমির সরিষা পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। উপজেলায় চরনিমতলার এক কৃষকের ৩৩ শতাংশ জমির সরিষা বিষাক্ত এ কীটনাশক প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমির বর্গাচাষী চরনিমতলা গ্রামের মৃত রূপচানের স্ত্রী তহিরুন্নেছা জানান, আমার আত্মীয় মিজানুর রহমানের চরনিমতালার ৩৩ শতাংশ জমি আমাকে চাষাবাদ করতে দেয়। আমি প্রতি বছর ওই জমিতে সরিষা চাষ করি। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে আমার প্রতিপক্ষের লোকজন রবিবার রাতে ওই জমিতে বিষাক্ত কীটনাশক দিয়ে সরিষা গাছ পুড়িয়ে দিয়েছে। এতে আমার ২০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সিরাজদিখান থানর ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় তহিরুন্নেছা চরনিমতলা গ্রামের চান মিয়া, আক্কাস আলী, ওহাব মিয়া ও আজগর আলীকে অভিযুক্ত করে একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দলিল জালিয়াতি ॥ ২ ব্যক্তির দণ্ড নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ ডিসেম্বর ॥ জাল দলিল বানিয়ে নামজারি করতে গিয়ে ধরা খেয়েছেন দুই ব্যক্তি। তারা হলেন অখিল চন্দ্র সরকার ও নিরঞ্জন সরকার (৭২)। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান তাদের আটক করে যথাক্রমে ৫ দিন ও ১ দিন করে কারাদ- প্রদান করেন। ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মীর মোয়াজ্জেম হোসেন বলেন, কারাদ-প্রাপ্ত ২ ব্যক্তি ১০৭৪ সালের ১২ অক্টোবর তারিখের সদর সাব-রেজিস্ট্রি অফিসের ২৮৫০১ ও ২৮৫০২ নাম্বারের দুটি দলিলমূলে নিজ নামে নাম খারিজের জন্য দুটি নামজারি আবেদন করেন। যার নম্বর ১৩৮২/১৬-১৭, ১৩৮৪/১৬-১৭। তাদের সরবরাহ করা দলিল দুটির ফটোকপি জাল মনে হওয়ায় তাদের মূল দলিল নিয়ে আসতে বলা হয়। মূল দলিলের সঙ্গে ফটোকপি না মেলায় জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে। পরে তাদের আটক করে বিষয়টি সহকারী কমিশনার স্যারের নজরে আনা হয়। বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১২ ডিসেম্বর ॥ বন্যহাতির আক্রমণে চট্টগ্রামের পটিয়ায় নজরুল ইসলাম (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর হাইদগাঁও গ্রামের সাবেক মেম্বার নুরুল ইসলামের ছেলে। সোমবার ভোরে পটিয়া-রাঙ্গুনিয়া সীমান্তের পাহাড়ের আমতলী ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পটিয়া-রাঙ্গুনিয়া সীমান্তের কেলিশহর বন বিট এলাকায় নজরুল ইসলাম প্রতিদিনের মতো পেঁপে বাগানে কাজ করতে যায়। গহীন পাহাড়ের পাইনছড়ি এলাকায় সে বন্যহাতির আক্রমণের শিকার হয়। পরিবারের লোকজন মোবাইল ফোনে যোগাযোগ করে না পেয়ে পাহাড়ে খোঁজ করতে বের হয়। দুপুর ২টার দিকে তার বিকৃত লাশ পাওয়া যায়। হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউনুুুচ মিয়া বলেন, নজরুল পেঁপে বাগানে কাজ করতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হয়। ১৪ কোটি টাকার চাল কিনবে খাদ্য বিভাগ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চলতি আমন মৌসুমে যশোর জেলা থেকে ১৪ কোটি ৪০ লাখ ৪৪ হাজার টাকার আমন চাল কিনতে যাচ্ছে খাদ্য বিভাগ। যশোরের আট উপজেলার নিবন্ধিত চালকল মালিকদের কাছ থেকে এই অর্থে চার হাজার ৩৬৫ মেট্রিকটন চাল কেনা হবে। এ জন্য প্রতি কেজি চালের দাম ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে চাল কেনার যাবতীয় পদক্ষেপ নিয়েছে খাদ্য বিভাগ। উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি চলছে চালকল মালিকদের সঙ্গে চুক্তির প্রক্রিয়া। ১৫ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক চালকলের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। গেল বছরের তুলনায় এবার মাত্র ৬৭৩ মেট্রিকটন চাল বেশি কেনা হচ্ছে বলে জানিয়েছে কার্যালয়। গত অর্থবছরে তিন হাজার ৬৯২ মেট্রিকটন আমন চাল সংগ্রহ করে খাদ্য বিভাগ। দোলনার রশি পেঁচিয়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নিউ সার্কুলার রোডের নিজ বাসায় দোলনার রশি গলায় পেঁচিয়ে এশা (৭) নামে একটি শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পৌনে ১০টার দিকে। এশা সদরের চরকরমজী এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নজরুল ইসলামের কন্যা ও নগরীর ওয়াইডব্লিউসি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। জানা যায়, মা ও ছোট ভাই আবিরের (৫) সঙ্গে নিউ সার্কুলার রোডের ডাঃ নাসির উদ্দিনের বাসায় ভাড়া থাকত এশারা। সকালে বাসার বারান্দায় ছোট ভাইয়ের সঙ্গে দোলনায় বসে খেলা করছিল এশা। হঠাৎ দোলনার রশি পেঁচিয়ে এশার গলায় ফাঁস লাগে। কিছু সময় পর তার মা রান্নাঘর থেকে বারান্দায় এসে এশাকে মাটিতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশু নির্যাতনকারী মহসিন আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আট দিন আটকে রেখে শিশু নির্যাতনকারী মহসিন বেপারীকে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে মহসিনকে ভোলা জেলার শশীভূষণ থানার দুর্গম এলাকা থেকে আটক করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মহসিন মাদারীপুর সদর উপজেলার থানতলা গ্রামের বাচ্চু বেপারীর ছেলে। পুলিশ জানায়, নগরীর কাজীপাড়া এলাকায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে আট দিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় গত ১০ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। ছাত্রীর মা বাদী হয়ে মহসিন ও ঘটনায় সহযোগিতা করায় মালিহা মালি নামে আরও একজনকে আসামি করে মামলা দায়ের করেন। আগুনে ২২ বসতবাড়ি ভস্মীভূত পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি শহরের ভা-ারীটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে আশপাশের প্রায় ২২টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টার বেশি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াফত করার দাবি পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সকল স্থাবর অস্থাবর সম্পত্বি বাজেয়াফত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা শাখা। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা, মনির হোসেন খান, অধ্যাপক সত্যজিত চৌধুরী, সুপাল চাকমা, নিলোৎপল খীসা, জাবেদ হোসেন, যতন কুমার ত্রিপুরা, মেহেদী হাসান হেলাল, নরোত্তম ত্রিপুরা, নজরুল ইসলাম, নিউটন দও, ফারুক হোসেন প্রমুখ। মাদকসহ আটক তিন নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১২ ডিসেম্বর ॥ সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা নামক স্থানে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১০৩০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা নামক স্থানে র্ফোস নিয়ে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১০৩০ বোতল ফেনসিডিলসহ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বারগিসা গ্রামের মৃত হাসান হাওলাদারের দুই ছেলে চালক আবুল কাশেম (৪৯) ও মামুন (৩৫) এবং মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিরা গ্রামের শহিদুল ইসলামকে (৩৮) আটক করে। আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১২ ডিসেম্বর ॥ আগ্নেয়াস্ত্রসহ জাহিদ হোসেন (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাঁধপাড়া এলাকা থেকে বিদেশী ১টি পিস্তল, ১টি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের একটি টিম বাঁধপাড়া এলাকার খবির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। চবি উপাচার্যের বিরুদ্ধে মানহানি মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন। সোমবার মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে এ আদেশ দেয়া হয়েছে। মামলায় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বাদীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলেছেন বলে অভিযোগ আনা হয়। গত ২৮ নবেম্বর চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আলম চৌধুরীর নাগরিক স্মরণসভার আলোচনায় চবি উপাচার্য এ কথা বলেন বলে উল্লেখ করা হয়েছে। মামলায় চবি উপাচার্যের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়- ‘সভায় ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নগদ দিয়ে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন। অনেকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রির সঙ্গেও জড়িত। এ দলে সচিবরা আছেন ভুয়া, অনেক বড় বড় কর্মকর্তারাও ভুয়া। তবে মুক্তিযুদ্ধ করেও সার্টিফিকেট নেননি এমন মুক্তিযোদ্ধার সংখ্যাও অনেক।’ এরপরই উপাচার্য গাজী সালেহ উদ্দিনের প্রতি অঙ্গুলি নির্দেশ করে তিনি মুক্তযোদ্ধা ছিলেন কি-না, সে ব্যাপারে তার সন্দেহের কথা জানান। সিরাজদিখানে চার জয়িতাকে সম্মাননা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সিরাজদিখানে পাঁচ ক্যাটাগরিতে চার নারীকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। চৈতি দেবনাথের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম প্রমুখ। শ্রেষ্ঠ চার জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে জৈনসার ইউনিয়নের আলেয়া বেগম, সফল জননী বালুচর ইউনিয়নের রওশন আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মালখানগর ইউনিয়নের সুলতানা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বাসাইল ইউনিয়নের এ্যাডভোকেট এলিজা পারভিন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারীতে যোগ্য কাউকে না পাওয়ায় উপজেলায় এবার চারজন জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। পরে প্রধান অতিথি জয়িতাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। মাইক্রোবাসসহ ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে মাইক্রোবাসসহ ৩ হাজার ইয়াবা ট্যাবলেট। গোয়েন্দা পুলিশে এ অভিযানে গ্রেফতার হয়েছে এক আসামি। রবিবার রাতে এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, গ্রেফতার আসামির নাম নুরুল হক (২৮)। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার ধোয়াপালং এলাকায়। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে কম দামে ইয়াবা ট্যাবলেট কিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারের পর পুলিশী জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট থাকার স্বীকারোক্তি মিলে। ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে খুন ॥ আটক চার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সীমলা খাতুন (১২) নামের স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্র্বৃত্তরা। রবিবার রাতে রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় সোমবার চারজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেÑ লিটন, জিয়া, সৌরভ ও জসীম। জানা গেছে, রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের ইটভাঁটির শ্রমিক সরোয়ার শেখের মেয়ে কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী সীমলা রবিবার রাত সাড়ে ১০টার দিকে একা বাড়িতে ছিল। এ সময় কতিপয় যুবক ঘরে হানা দিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সটকে পড়ে। এরপর সীমলার বড়ভাই বাড়িতে ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতগঞ্জ বাজারে আগুন নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১২ ডিসেম্বর ॥ দৌলতগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকা- সংঘতিত হয়েছে। অগ্নিকা-ে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫টার দিকে লাকসামের চান সুপার মার্কেটে। অগ্নিকা-ে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়। জানা যায়, লাকসামের দৌলতগঞ্জ বাজারে রেলগেটসংলগ্ন চান সুপার মার্কেট। ওই মার্কেটের ভেতরে আদর্শ মিনি বেকারির কারখানাসহ পাঁচটি দোকান, তিশা এন্টারপ্রাইজ ও মহিন এন্টারপ্রাইজের ধান-চালের আড়তসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সোমবার ভোর ৫টার দিকে বেকারির বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আর্দশ বেকারির কারখানার ৫টি দোকান, নগদ ৩০ হাজার টাকা, মিক্সার মেশিন ৯টি, ওভেন ২টি, রুটি কাটার মেশিন, জেনারেটর, ২২টি গাড়ি, ময়দা ৮০ বস্তা, চিনি ৫০ বস্তা, ডাল্ডা ৫০ বস্তা, তেল ২ ড্রাম ও বিভিন্ন উৎপাদিত মালামালসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং ২টি ধান-চালের আড়তও পুড়ে যায়। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ॥ ছাত্রলীগ কর্মী বহিষ্কার শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার সময় আটক ছাত্রলীগ কর্মী ও ফুড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল আমিনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। রবিবার রাতে তাকে বহিষ্কার করা হয় বলে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি সংক্রান্ত এক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আল আমিন বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের অনুসারী। তাকে গত ২৬ নবেম্বর ভর্তি পরীক্ষার দিন সকালে ইলেকট্রিক ডিভাইসসহ আটক করে জালালাবাদ থানা পুলিশ।
×