ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

আহতদের উদ্ধার করতে গিয়ে লাশ হলো সোহেল

প্রকাশিত: ০৪:২৩, ১৩ ডিসেম্বর ২০১৬

আহতদের উদ্ধার করতে গিয়ে লাশ হলো সোহেল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ ডিসেম্বর ॥ সড়ক দুর্ঘটনায় আহতদের বাঁচাতে গিয়ে গাড়িচাপায় লাশ হয়েছে কিশোর সোহেল মিয়া। এ ঘটনায় বাসার মিয়া গুরুতর আহত হয়। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় ফোর লেনের ইউটার্নে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া চাঁদপুর জেলার মতলব উপজেলার মহামায়া গ্রামের হোসেনের ছেলে ও হোটেল হাইওয়ে ইনের কর্মচারী। জানা যায়, মিয়াবাজার এলাকায় ফোর লেনের ইউটার্ন ও তৎসংলগ্ন সড়কের আশপাশে রাতের বেলা ট্রাক দাঁড় করে হাটেলে চালক-হেলপাররা রাতভর খাওয়া-দাওয়া করে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সোমবার শেষ রাতে দাঁড়ানো ট্রাকের পেছনে পিকআপ দ্রুতবেগে এসে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক-হেলপারসহ কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। বিকট আওয়াজ শুনে পার্শ¦বর্তী হোটেল হাইওয়ে ইন থেকে কর্মচারীরা আহতদের বাঁচাতে ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকাজ শুরু করে। এ সময় অপর দ্রুতগামী প্রাইভেটকার উদ্ধারকারীদের চাপা দেয়। এতে হাইওয়ে ইন হোটেলের দুই কর্মচারী সোহেল ও বাসার আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সোহেল মারা যায় এবং গুরুতর আহতাবস্থায় বাসারকে কুমিল্লা মহানগরীর প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সে চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। গাজীপুরে প্রকৌশলী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, সোমবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চালকসহ ঘাতক ট্রাক আটক করেছে। নিহতের নাম তপন ম-ল (৩৭)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সমরসিংহ এলাকার সূর্য মোহন মণ্ডলের ছেলে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন। চট্টগ্রাম পলিটেকনিকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সোমবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ এ কে এম সরোয়ার কামাল ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটটের অধ্যক্ষ ছালেহ আহমদ। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান উপভোগ করেন। -বিজ্ঞপ্তি
×