ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্মসংস্থান সৃষ্টিতে সার্ককে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে

প্রকাশিত: ০৪:১৯, ১৩ ডিসেম্বর ২০১৬

কর্মসংস্থান সৃষ্টিতে সার্ককে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘সার্ক চার্টার ডে’ উপলক্ষে সার্ক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (সার্ক সিসিআই) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে সেলিব্রেটিং ৩২ ইয়ার্স অব আনলিশিং সাউথ এশিয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সভায় বক্তারা বলেন, সার্ক সিসিআই এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা উন্নয়নে একটি কাঠামো নিরূপণের ক্ষেত্রেও সার্ক সিসিআই মূল্যবান ভূমিকা রেখেছে। বক্তারা আরও বলেন, তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং এ অঞ্চলের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সার্ককে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোর মনোভাব পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। এছাড়া পর্যটন ও জ্বালানি খাতে সার্কভুক্ত দেশগুলোর সহযোগিতার যে সম্ভাবনা রয়েছে, সে ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া দরকার। তারা সার্ক ভিসা স্টিকার, অশুল্ক বাধাসমুহ দূরীকরণ, স্ট্যান্ডার্ড সনদ প্রদান এবং স্থল বন্দরগুলোতে অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন এবং এগুলোর সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, এ বছর সার্ক তার ৩২তম চার্টার ডে উদযাপন করছে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার উদ্দেশে এ অঞ্চলের ৭টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ১৯৮৫ সালে ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক সম্মেলনে ‘সার্ক চার্টার’ এ স্বাক্ষর করে। পরবর্তী সময়ে আফগানিস্তান ২০০৭ সালে সার্কে যোগদান করে। মুদ্রাস্ফীতি সামলাতে ভেনিজুয়েলায় ১০০ বলিভারের কয়েন চালু অর্থনৈতিক রিপোর্টার ॥ ভেনিজুয়েলাতে দীর্ঘদিন যাবত চলছে অর্থনৈতিক সঙ্কট। দেশটির মুদ্রাস্ফীতির হার বিশ্বে সবচাইতে বেশি। দেশটির মুদ্রা বলিভার ভয়াবহভাবে তার মূল্য হারিয়েছে। বলিভারের এই দর হারানোর পরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেখানে ৫০০ ও ২০০০ বলিভারের নোট ছাড়ে। কিন্তু দেশটিতে চলমান খাবারের সঙ্কট পরিস্থিতির বিশেষ বদল ঘটেনি। খাবার নিয়ে লুটতরাজ আর হানাহানি সেখানে নিত্য ঘটনা। এই পরিস্থিতে খাদ্য পাচার বন্ধ ও আর খাবারের সঙ্কট নিয়ন্ত্রণের আশা নিয়ে সেখানকার সকল ১০০ বলিভারের নোট বদলে কয়েনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আর সে জন্য ১০০ টাকার নোট বদলে কয়েন নেয়ার জন্য আগামী ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে বলে বিবিসির খবরে উল্লেখ করা হয়েছে। সরকারের তরফে দাবি করা হয়েছে, খাবারের সঙ্কটের কারণে সরকার খাদ্য দ্রব্যে ভর্তুকি দিয়ে থাকে। ভেনিজুয়েলার সেই ভর্তুকি দেয়া খাবার পাচারকারীরা বেশি দামে সীমান্ত পার হয়ে কলোম্বিয়াতে বিক্রি করছে। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, বিষয়টি সঙ্গে সঙ্গে কার্যকর হলে পাচারকারীরা আর তাদের অর্থ বদলানোর সুযোগ পাবে না।
×