ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নয়াদিল্লীতে এক বৈঠকে ড. আতিউর

মূল্যস্ফীতি বাগে রেখেই অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এগিয়ে নিতে হবে

প্রকাশিত: ০৪:১৯, ১৩ ডিসেম্বর ২০১৬

মূল্যস্ফীতি বাগে রেখেই অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এগিয়ে নিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘দিন যতই যাচ্ছে ততই পরিবর্তিত পৃথিবীর অর্থনীতিতে জটিল সব রূপান্তর ঘটছে। এর ফলে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতেও নানা সামাজিক ও আর্থিক টানাপোড়েন এখন দৃশ্যমান। তবে এ সবকিছু নিয়ন্ত্রণে রেখে সামনে এগিয়ে যাওয়া কঠিন কিছু নয়। এ ক্ষেত্রে অবশ্যই আমাদের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও অর্থায়নের প্রশ্নে অবিচল থাকতে হবে।’ সোমবার নয়াদিল্লীতে বিল এ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন, ইউএসএইড, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং কাটস ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান এসব কথা বলেন। বৈঠকের শুরুতেই তিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যংকের উন্নয়নমুখী ভূমিকা, বিশেষ করে অধিক সংখ্যক মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেবার প্রসঙ্গ তুলে ধরে বলেন, বহুমাত্রিক রূপান্তরের কারণে সমাজকে ঐক্যবদ্ধ রেখে সকলের উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকও যে সহযোগী ভূমিকা পালন করতে পারে বিগত সাত-আট বছরে বাংলাদেশে তা লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, ব্যক্তি ও সরকারী খাতের ভেতর সমন্বয় করে, নিজে সাফল্যের উদাহরণ সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংক সৃজনশীল মুদ্রানীতির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির এজেন্ডাকে মূলধারায় নিয়ে আসার ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, সবুজ অর্থায়নের পক্ষে বেশ কিছু নয়া নীতিমালা চালু করে এসেছিলাম। দু’শো কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন কর্মসূচীও চালু করেছিলাম। এ কর্মসূচীটি ভালভাবেই বাস্তবায়ন করে চলেছে বাংলাদেশ ব্যাংক। বস্ত্র ও চামড়া খতের জন্য আরও একটু দীর্ঘ মেয়াদী দুটো ঋণ কর্মসূচী অনুমোদন দিয়ে এসেছিলাম। তিনি আরও বলেন, পুরো আর্থিক খাত ছাড়াও সমাজ ও অর্থনীতির মূলধারায় সামাজিক দায়বদ্ধ অর্থায়নের গুরুত্ব বোঝানো সহজতর হয়েছে। এর ফলে আর্থিক খাতকে আরও মানবিক ও সর্ব-সাধারণের উপযোগী করার জন্যে ব্যাংকারদের মনের পরিবর্তনও ঘটানো সম্ভব হয়েছে। তিনি বলেন, মূল্যস্ফীতি বাগে রেখেই বৃহত্তর সমাজ ও পরিবেশের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের কাজ এগিয়ে নিতে হবে। জয়পুরহাটে চিনিকলের আখ মাড়াই উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাটম ॥ গত মৌসুমের ৩ হাজার ৪শ’ মেঃ টন চিনি মিল গোডাউনে মজুদ রেখেই সোমবার জয়পুরহাট চিনিকলের ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। এবারে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের দুর্গাদহ গ্রামের কৃষক আব্দুল হালিমের আখ দিয়ে মিল চালু করা হয়।
×