ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:১৭, ১৩ ডিসেম্বর ২০১৬

ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে সোমবার মোট ১৮ কোম্পানি ও ১ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ২৯ লাখ ২৯ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ২৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ২১ লাখ টাকা। স্কয়ার ফার্মা ৪ লাখ ৩২ হাজার ৭৭টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ৬১ লাখ টাকা। ফারইস্ট নিটিং ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৫ লাখ টাকা। এই মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, এ্যাপেক্স ফুটওয়্যার, বিএটিবিসি, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট। -অর্থনৈতিক রিপোর্টার তিন কোম্পানির স্পট মার্কেটে লেনদেন বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে বুধবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল, বাটা সু ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×