ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মূল্য সংশোধন শেষে ঘুরে দাঁড়িয়েছে পুুঁজিবাজার

প্রকাশিত: ০৪:১৬, ১৩ ডিসেম্বর ২০১৬

মূল্য সংশোধন শেষে ঘুরে দাঁড়িয়েছে পুুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের মূল্য সংশোধন শেষে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। দিনটিতে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সমান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর এক পর্যায়ে ডিএসইর সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে যায়। তবে কিছুক্ষণ পরেই সার্বিক সূচকের তীর ওপরে উঠতে থাকে। এভাবে সারাদিন সূচকের ওঠানামা চলতে থাকে। তবে এর মাঝেই বেশ কিছু শেয়ারের বিক্রেতাশূন্য হয়ে যায়। এর মধ্যে প্রায় সবকটিই মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। দিনটিতে শেষ বিকেলে গোল্ডেন হার্ভেস্ট, আরএসআরএম স্টিল, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ন্যাশনাল টি, মুন্নু স্টাফলার্সের মতো কোম্পানি রয়েছে। এর বাইরে গত কিছুদিন ধরে অব্যাহতভাবে দর বাড়তে থাকা ‘জেড’ ক্যাটাগরির শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। ফলে ঝিল বাংলা, দুলা মিয়া কটন ও আইএসএনের মতো কোম্পানিগুলো দরপতনের শীর্ষে অবস্থান করে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭৪১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪২ কোটি ৪০ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৮২৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মবিল যমুনা, আরএস্আরএম স্টিল, আইডিএলসি, ইফাদ অটো, গোল্ডেন হার্ভেস্ট, ন্যাশনাল টি, সিএমসি কামাল ও এ্যাপোলো ইস্পাত। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট, আরএসআরএম স্টিল, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিক্যান্টস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল টি, এইচ আর টেক্সটাইল, মুন্নু স্টাফলারস, সিএমসি কামাল ও বিডি ল্যাম্পস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- ঝিল বাংলা, দুলা মিয়া কটন, আইএসএন, মডার্ন ডাইং, পদ্মা লাইফ, ইউনাইটেড এয়ার, বিডি ওয়েল্ডিং, শ্যামপুর সুগার, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড ও ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টে, সামিট পোর্ট এলায়েন্স, এপেক্স ফুটওয়্যার, এ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, ফরচুন সুজ, ন্যাশনাল টি, লাফার্জ সুরমা সিমেন্ট, লঙ্কাবাংলা ফাইনান্স ও আর্গন ডেনিমস।
×