ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়ে শিশুদের ‘মানব বোমা’ হিসেবে কাজে লাগাচ্ছে জঙ্গীরা

প্রকাশিত: ০৪:১৪, ১৩ ডিসেম্বর ২০১৬

মেয়ে শিশুদের ‘মানব বোমা’ হিসেবে কাজে লাগাচ্ছে জঙ্গীরা

নাইজিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বাজারে বোমা হামলা চালাতে সাত অথবা আট বছর বয়সী দুই মেয়ে শিশুকে ব্যবহার করা হয়েছে। এই হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। বর্নো রাজ্যের মাইদুগুরি শহরের পুলিশ জানিয়েছে, ক্রেতা বিক্রেতার ভিড়ে বাজারটি জনাকীর্ণ অবস্থায় এ হামলা চালানো হয়। শিশু দুটি এক মিনিটের ব্যবধানে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দু’জনই প্রাণ হারায়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সাধারণত বোকো হারাম জঙ্গীরা এ ধরনের হামলা চালিয়ে থাকে। মাইদুগুরির একটি মিলিশিয়া বাহিনীর সদস্য আবদুল করিম জাবো গণমাধ্যমকে জানান, মেয়ে দুটির বয়স সাত অথবা আট বছর। তারা রিক্সায় করে বাজারে আসে। প্রথম মেয়েটি বাজারের একটি দোকানে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। -এএফপি অ ন্য র ক ম বর্জ্য কিনছে সুইডেন দীর্ঘদিন ধরেই পরিবেশবান্ধব দেশ তৈরিতে মনোযোগ সুইডেনের। ১৯৯১ সাল থেকেই জৈব জ্বালানির ওপর বিপুল পরিমাণ কর বসিয়ে দেয়া হয়। ফলে তখন থেকেই অপ্রচলিত উৎস থেকে বিদ্যুত তৈরি শুরু হয়। ক্রমে দেশটির বিদ্যুত তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হয়ে দাঁড়ায় নানান ধরনের বর্জ্য, যার মধ্যে বেশিরভাগটাই বাড়িতে ব্যবহার করা জিনিস। গত বছর দেখা যায়, বাড়ির বর্জ্যরে ৯৯ শতাংশ বিদ্যুত তৈরিতে এবং বাকি ১ শতাংশ অন্য কাজে ব্যবহার হয়েছে। পাশাপাশি কিভাবে বর্জ্য কমিয়ে ফেলা যায় তা নিয়েও সচেতনতা বৃদ্ধির কাজও হয়। সেজন্যই দ্রুত কমে যায় বর্জ্যরে পরিমাণ আর বিদ্যুত তৈরির কাঁচামালে টান পড়ে। তাই বাধ্য হয়েই আশপাশের দেশ থেকে পয়সা দিয়ে বর্জ্য কিনতে শুরু করেছে সুইডেন সরকার। -ওয়েবসাইট জীবন কাটে প্রজননে পৃথিবীতে এ পর্যন্ত ৩৭ হাজার ২৯৬ প্রজাতির মাকড়সা, তিন হাজার ৪৫০ গণ ও ১০৬ গোত্রে শ্রেণীবদ্ধ। এর মধ্যে আছে ছোট ও বড় বিভিন্ন প্রজাতি। সব প্রজাতির স্ত্রী ও পুরুষ মাকড়সা আলাদা প্রকৃতির। স্ত্রী মাকড়সা সাধারণত রেশম থলিতে ডিম পাড়ে। ডিম পাড়ার মাত্র এক-দুই মাস আগে তারা বয়োপ্রাপ্ত হয়। মাকড়সারা সাধারণত এক-দুটি বড় আকারের থলে উৎপাদন করে তাতে কয়েক হাজার ডিম পাড়ে। ছোট জাতের মাকড়সারা বড়দের আগেই বয়োপ্রাপ্ত হয় এবং জীবনের পুরোটা সময় প্রজনন কাজে ব্যয় করে। -ইন্টারনেট
×