ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন আইএসআই প্রধান নাভিদ মুখতার

প্রকাশিত: ০৪:১৪, ১৩ ডিসেম্বর ২০১৬

নতুন আইএসআই প্রধান নাভিদ মুখতার

পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া রবিবার আকস্মিকভাবে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানকে সরিয়ে দিয়েছেন। দেশটির এ বিতর্কিত ও প্রভাবশালী সংস্থার প্রধানের পদে লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার। খবর ডন ও ওয়েবসাইটের। সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর বড় ধরনের পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তাৎপর্যপূর্ণ রদবদল এনেছেন বাজওয়া। এই প্রক্রিয়ায় সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল বিলাল আকবরকে চীফ অব জেনারেল স্টাফ করা হয়েছে। আইএসআইয়ে বহুদিন ধরেই কর্মরত মুখতার। ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী শাখার প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। ইসলামাবাদের ‘ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি’ থেকে পড়াশোনা শেষ করে, যুক্তরাষ্ট্রে বিশেষ সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন মুখতার। ১৯৮৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন তিনি। গোলন্দাজ বাহিনীতেও নেতৃত্ব দিয়েছেন। পাক সেনাবাহিনীতে দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই, রিজওয়ানকে সরিয়ে তাকে আইএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ করেছেন বাজওয়া। এদিকে আকবরকে শুক্রবারই তিন তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রিজওয়ান আখতারকে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির (এনডিইউ) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মাত্র সপ্তাহ দুই আগে সেনাপ্রধানের দায়িত্ব নেয়া বাজওয়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক পদে পরিবর্তন এনে নিয়ে এসেছেন পছন্দসই ব্যক্তিদের। লেফটেন্যান্ট জেনারেল হিদায়াত উর রহমানকে সরিয়ে পেশোয়ায় সেনাবাহিনীর প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নাজির বাটকে নিয়োগ করা হয়েছে। ভারত সীমান্তের কাছে বাহাওয়ালপুর এলাকায় সশস্ত্র বাহিনীর নেতৃত্বে রাখা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল শের আফগানকে।
×