ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে যুদ্ধাপরাধীদের ত্যাগ করবে বিএনপি ॥ হানিফ

প্রকাশিত: ০৮:১১, ১২ ডিসেম্বর ২০১৬

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে যুদ্ধাপরাধীদের ত্যাগ করবে বিএনপি ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১১ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয় তবে দ্রুত তারা যুদ্ধাপরাধী রাজাকারদের ত্যাগ করবে। স্বাধীনতার বিরোধিতাকারী, পাকিস্তানের দোসর, পৃষ্ঠপোষকসহ হানাদার বাহিনীর সহায়তাকারী যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। এই বিচার কাজ শেষ করে আমরা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে পারব। রবিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, বাংলাদেশে একটি দল আছে যারা দাবি করে তাদের দলের প্রতিষ্ঠাতা নাকি মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু এই দলটি যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, লালন-পালন করেছে। বিএনপি যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল হয়, তবে দ্রুত তারা যুদ্ধাপরাধী রাজাকারদের ত্যাগ করবে এবং সরকারকে সহায়তা করে দেশকে এগিয়ে নেবে। তাহলে স্বাধীনতাযুদ্ধ সার্থক হবে।
×