ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কায়রোতে গীর্জায় বিস্ফোরণে নিহত ২৫

প্রকাশিত: ০৮:০৯, ১২ ডিসেম্বর ২০১৬

কায়রোতে গীর্জায়  বিস্ফোরণে  নিহত ২৫

জনকণ্ঠ ডেস্ক ॥ মিসরের রাজধানী কায়রোতে কপ্টিক খ্রীস্টানদের একটি গীর্জায় এক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সেন্ট পিটার্স চার্চ নামের গীর্জাটিতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই বিস্ফোরণ ঘটে - এতে ২৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ছবি এবং ভিডিওতে দেখা যায়, চার্চটির বাইরের দিকে বেশ ক্ষতি হয়েছে, জানালা ও ছাদের কিছু অংশ ভেঙ্গে গেছে। মিসরের জনসংখ্যার শতকরা ১০ ভাগ কপ্টিক খ্রীস্টান। আক্রান্ত গীর্জাটি সেন্ট মার্কস ক্যাথেড্রালের অংশ - যা দেশটির অর্থডক্স খ্রীস্টানদের মূল কেন্দ্র এবং তাদের প্রধান হচ্ছেন পোপ দ্বিতীয় টাওয়াড্রস। এর আগে শনিবার গীর্জা পিরামিডের দিকে যাবার পথে একটি পুলিশ চেকপয়েন্টে এক বোমা বিস্ফোরণে ৬ জন পুলিশ নিহত হয়। হাসম নামে একটি নতুন জঙ্গী গ্রুপ ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করে। দেশটিতে গত কয়েক বছরে খ্রীস্টানদের ওপর আক্রমণের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালেও সেন্ট মার্কস ক্যাথেড্রালে সহিংস ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়।
×