ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতি কমাতে কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা চলছে

প্রকাশিত: ০৮:০২, ১২ ডিসেম্বর ২০১৬

দুর্নীতি কমাতে কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা চলছে

বিশেষ প্রতিনিধি ॥ দেশের দুর্নীতি কমাতে সরকারী কর্মকর্তাদের মানসিকতা (মাইন্ডসেট) পরিবর্তনের চেষ্টা করছি বলে জানিয়েছেন সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের চীফ কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ। রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইশতাক হোসেন, উপপ্রধান তথ্য কর্মকর্তা আকতার হোসেন উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন। আমরা দুদকের কোন কাজে বাধা দেই না। যে কারণে দুদক এখন অভিযুক্তদের গ্রেফতারও করে। দুর্নীতি কমাব বলে কোন সেøাগানও তুলিনি। বিশ্বাস করি, মাইন্ডসেট পরিবর্তন হলে সুশাসন নিশ্চিত হবে এবং সুশাসন নিশ্চিত হলে দুর্নীতি কমবে। তিনি বলেন, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন করেছি। এমডিজি সম্পর্কে অনেকের জ্ঞানের অনেক অস্পষ্টতা ছিল। তবে এসডিজিতে তা থাকবে না। এসডিজি বিষয়ক তথ্য বিভিন্ন জায়গা থেকে একত্র করে একজায়গা থেকে দেয়া যায় কিনা সে বিষয় নিয়ে আমরা ভাবছি। এসডিজিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি সেল রাখা হবে। তবে সেটি কোথায় থাকবে সে বিষয়েও আমরা আলোচনা করছি।
×