ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুইবার পিছিয়েও ড্র মোহামেডানের

বিপিএল ফুটবল

প্রকাশিত: ০৭:১০, ১২ ডিসেম্বর ২০১৬

বিপিএল ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ দুইবার পিছিয়ে পড়েও বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ড্র করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ২-২ গোলে ড্র করে দর্শকনন্দিত মোহামেডান। এই ড্রয়ে ১৯ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টিম বিজেএমসিকে স্পর্শ করেছে মোহামেডান। অবস্থান আগের দশ নম্বরেই। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আগের সাত নম্বরে আরামবাগ। সবার নীচে থাকা ফেনী সকারের পয়েন্ট ১৪। ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে থাকে মোহামেডান। তবে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আরামবাগ। ১৬ মিনিটে কর্নার কিক থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে যান ফরোয়ার্ড সাজিদুর রহমান সাজিদ। আলতো টোকায় তিনি বল জড়িয়ে দেন মোহামেডানের জালে (১-০)। ৩৪ মিনিটে সমতা ফেরায় মোহামেডান। সংঘবদ্ধ আক্রমণে অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার ক্রসে দর্শনীয় হেডে বল জালে জড়ান ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ (১-১)। বিরতির পর ৭৩ মিনিটে ডিফেন্ডারদের অমার্জনীয় ব্যর্থতায় ফের গোল হজম করে মোহামেডান। নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি মোহামেডানের ডিফেন্ডার ইউসুফ আলী খান। তার কাছ থেকে ছোঁ মেরে বল কেড়ে নিয়ে গোলরক্ষক নেহালকে কাটিয়ে ফাঁকা পোস্টে গোল করেন ফরোয়ার্ড জাফর ইকবাল (২-১)। ৮৭ মিনিটে ক্যামেরুনের মিডফিল্ডার এঞ্জেকু প্যাট্টিস বাঁ পায়ের কোণাকুণি শটে গোল করে মোহামেডানকে ফের সমতায় ফেরান (২-২)।
×