ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে আশরাফুলের সেঞ্চুরি যুবাদের সঙ্গে

প্রকাশিত: ০৭:০৯, ১২ ডিসেম্বর ২০১৬

মিরপুরে আশরাফুলের সেঞ্চুরি যুবাদের সঙ্গে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘হোম অব ক্রিকেটে’ খেলতে পেরে যেন প্রাণ ফিরে পেলেন মোহাম্মদ আশরাফুল। মন জুড়ে গেল তার। একটা সময়তো এখানেই তার পদচারণা ছিল। বিপিএলে ম্যাচ গড়াপেটায় সেই পা তিন বছর ব্যাট হাতে মিরপুর স্টেডিয়ামে পড়েনি। আবার সেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে নামলেন আশরাফুল। অনুর্ধ-১৯ দলের প্রস্তুতি ম্যাচে খেললেন। আর তাতেই ব্যাটিং ঝলক দেখিয়ে দিলেন। শতক করে ফেললেন। ১১০ বলে ১১৫ রানের জ্বলজ্বলে এক ইনিংস খেললেন ৩৩ বছরে পা দেয়া এ ব্যাটসম্যান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন। এই স্টেডিয়ামে সর্বশেষ ওয়ানডে খেলেছেন পরের বছর ২০১১ সালের অক্টোবরে। টি২০ খেলেছেন সেই অক্টোবরেই। এরপর মিরপুরে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আশরাফুল। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ মিরপুরে খেলেছেন আশরাফুল। সেটি বিপিএলের ফাইনাল ম্যাচ ছিল। এরপরতো ম্যাচ গড়াপেটাতেই জড়িয়ে পড়ায় অভিযুক্ত হলেন। তাতে তিন বছর ঘরোয়া ক্রিকেট ও ৫ বছর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন আশরাফুল। তিন বছর পর এ বছর আগস্টের ১৩ তারিখে ঘরোয়া ক্রিকেট থেকে তার নিষেধাজ্ঞা উঠে যায়। এরপরই জাতীয় ক্রিকেট লীগে খেলেন আশরাফুল। তবে মিরপুরে লীগের কোন খেলা হয়নি। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং বিপিএল চলায় মিরপুরে জাতীয় লীগের কোন খেলা হয়নি। ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া লীগের তিনটি ম্যাচ হয়েতো আবার বৃষ্টির জন্য লীগ বন্ধই থাকে। ২০ ডিসেম্বর থেকে লীগ আবার শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে। তাতেও মিরপুরে খেলা হবে কিনা এখনই নিশ্চিত নয়। তবে এর আগেই আশরাফুল মিরপুরে খেলে ফেললেন। অনুর্ধ-১৯ দলের জন্য একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আশরাফুল খেলেন। খেলেই শতক করেন।
×