ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুম্বাই টেস্টে জয় দেখছে ভারত

প্রকাশিত: ০৭:০৯, ১২ ডিসেম্বর ২০১৬

মুম্বাই টেস্টে জয় দেখছে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে মুম্বাই টেস্ট ও সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ভারত। প্রথম ইনিংসে মুরলি বিজয় (১৩৬), বিরাট কোহলির (২৩৫) পর সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ জয়ন্ত যাদব (১০৪)। সৌজন্য ইংল্যান্ডের ৪০০/১০-এর জবাবে ৬৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ২৩১ রানে পিছিয়ে চতুর্থদিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৮২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে ইংলিশরা। ইনিংস হারের লজ্জা এড়াতে চাই আরও ৪৯ রান। বেন স্টোকস ৫০ রান নিয়ে ব্যাট করছেন। ৪৭ ওভারেই শীর্ষ ছয় ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ড আজ পঞ্চমদিনে বাকি ৪ উইকেট নিয়ে ৯০ ওভার মোকাবিলা করে ম্যাচ ড্র করে ফেলবে, এমনটা হয়ত অধিনায়ক এ্যালিস্টার কুকও ভাবছেন না। পাঁচ টেস্টের সিরিজে ২-০তে এগিয়ে ভারত। বিরাট কোহলিদের জন্য তাই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়টা এখন সময়ের ব্যাপার। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। চলছে বিরাট বন্দনা। অথচ বড় সংগ্রহের বিপরীতে ভারতকে চালকের আসনে বসাতে ব্যাট হাতে অসাধারণ কীর্তি গড়েছেন জয়ন্ত যাদব। মূলত অফস্পিনার হিসেবে এই সিরিজেই অভিষেক। সেই তিনিই কিনা প্রথম ভারতীয় হিসেবে নয় নম্বরে নেমে গড়েছেন প্রথম সেঞ্চুরির রেকর্ড। চতুর্থদিন শুরু করেছিলেন ৩০ রান নিয়ে। প্রথম সেশনে কোহলির সঙ্গে পাল্লা দিয়েই শট খেলেছেন। লাঞ্চে গেছেন ৯২ রান নিয়ে, ফিরেই ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। আদিল রশিদের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ১৫ চারের সাহায্যে খেলেন ১০৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস। ভারতের হয়ে এর আগে নয় নম্বরে নেমে সর্বোচ্চ ৯০ রান করেছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার, সেটি সেই ১৯৬৫ সালে। ১৯৯৬তে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রান করে ইঞ্জিনিয়ারের কাছাকাছি গিয়েছিলেন বর্তমান কোচ অনিল কুম্বলে। অভিষেকে দুই ইনিংসে করেছিলেন ২৭ ও ৩৫। পরের টেস্টে একমাত্র ইনিংসে ৫৫। এবার আরও এগিয়ে দারুণ এই সেঞ্চুরি। শুধু সেঞ্চুরিতেই নয়, বিরাট কোহলির সঙ্গে মিলিয়ে জুটির রেকর্ডেও নাম লিখিয়েছেন জয়ন্ত। অষ্টম উইকেটে দুজনের ২৪১ রানের জুটি ভারতের ইতিহাসের সেরা। আগের সর্বোচ্চ ১৬১ ছিল মোহাম্মদ আজহারউদ্দিন ও কুম্বলের, ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেনে। ম্যাচ বাঁচাতে হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংলিশদের অবিশ্বাস্য ব্যাটিং করতে হতো। অথচ সেই স্পিনে দিশেহারা কুকের দল। সর্বোচ্চ ৭৭ রান করে আউট হয়েছেন জো রুট। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২টি করে উইকেট। ক্যারিয়ারের ২৪তম টেস্টে ১শ শিকারের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন জাদেজা। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০০/১০ (১৩০.১ ওভার; জেনিংস ১১২, বাটলার ৭৬, মঈন ৫০, কুক ৪৬, স্টোকস ৩১, বল ৩১, রুট ২১, বেয়ারস্টো ১৪, ওকস ১১, রশিদ ৪; অশ্বিন ৬/১১২, জাদেজা ৪/১০৯, ভুবনেশ্বর ০/৪৯, উমেশ যাদব ০/৩৮) ও দ্বিতীয় ইনিংস ১৮২/৬ (৪৭.৩ ওভার; কুক ১৮, জেনিংস ০, রুট ৭৭, মঈন ০, বেয়ারস্টো ৫০*, স্টোকস ১৮, বল ২; অশ্বিন ২/৪৯, জাদেজা ২/৫৮, ভুবনেশ্বর ১/১১, জয়ন্ত ১/৩৯) ভারত প্রথম ইনিংস ৬৩১/১০ (১৮২/৩ ওভার; কোহলি ২৩৫, বিজয় ১৩৬, জয়ন্ত যাদব ১০৪, পুজারা ৪৭, রাহুল ২৪, করুণ নায়ার ১৩, পার্থিব প্যাটেল ১৫, জাদেজা ২৫; রশিদ ৪/১৯২, রুট ২/৩১, মঈন ২/১৭৪, এ্যান্ডারসন ১/৭৯, বল ১/৪৭)। ** চতুর্থদিন শেষে
×