ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯৯৯ মিনিট পর...

প্রকাশিত: ০৭:০৯, ১২ ডিসেম্বর ২০১৬

৯৯৯ মিনিট পর...

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে ডিসেম্বরের দশ তারিখের আগেই নামের পাশে ১৩ গোল যোগ করেছিলেন থমাস মুলার। অথচ এবার সেই সংখ্যার ধারের কাছে তো দূরের কথা প্রতিপক্ষের জালে কোন বলই জড়াতে পারেননি বেয়ার্ন মিউনিখের এই জার্মান স্ট্রাইকার। তবে শনিবার এলো সেই ভুলে যাওয়ার মুহূর্ত। বছরের শেষ মুহূর্তে মৌসুমের প্রথম গোলের দেখা পেলেন তিনি। আর এদিন বেয়ার্ন মিউনিখও পায় ৫-০ গোলের বড় জয়। উলফসবার্গের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে নিজের প্রথম গোল করেন মুলার। যা ছিল বেয়ার্নের চতুর্থ গোল। এর মাধ্যমেই ৯৯৯ মিনিটের গোলখরা কাটিয়ে উঠলেন ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার। মুলারের গোল আনন্দিত করেছে দলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকেও। এ প্রসঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘অবশ্যই থমাসের জন্য খুব ভাল লাগছে। তবে এটা বলতে কোন দ্বিধা নেই যে, সে গোল না করলেও মাঠে তার নিজের কাজটা ঠিকই করতো।’ উলফসবার্গের বিপক্ষে ম্যাচে অবশ্য বেয়ার্নকে প্রথমে এগিয়ে দেন এ্যারিয়েন রোবেন। প্রথমার্ধের ১৮ মিনিটে অসাধারণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান। কিন্তু জোড়া গোল করে মূল নায়ক অবশ্য রবার্ট লেভানডোস্কি। দুই অর্ধে গোল দুটি করেন তিনি। প্রথমার্ধের ২২ মিনিটে দলের দ্বিতীয় এবং বিরতির পর ৫৮ মিনিটে করেন তৃতীয় গোল। সেইসঙ্গে নতুন এক রেকর্ডও নিজের করে নেন বেয়ার্নের এই পোলিশ স্ট্রাইকার। বুন্দেসলিগার ইতিহাসে ননÑ জার্মানির খেলোয়াড় হিসেবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। বর্তমানে লেভানডোস্কির গোলসংখ্যা ১৩২। তার ওপরে রয়েছেন কেবল ক্লদিও পিযারো (১৯০) এবং জিওভানি এলবার (১৩৩)। উলফসবার্গের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ডগলাস কোস্তা। ম্যাচের শেষ মুহূর্তে ৮৬ মিনিটে গোল করেন তিনি। আর তাতেই ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এটা বেয়ার্নের ৬৫০তম জয়।
×