ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড হকি লীগের প্রস্তুতি শুরু আজ

প্রকাশিত: ০৭:০৮, ১২ ডিসেম্বর ২০১৬

ওয়ার্ল্ড হকি লীগের প্রস্তুতি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে আজ থেকে অনুশীলন শুরু করছে বাংলাদেশ জাতীয় হকি দল। ২০১৭ সালের ৪ থেকে ১২ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে হকি ওয়ার্ল্ড লীগের রাউন্ড-২-এর খেলা। এই আসরে খেলবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বর দল কানাডা, ১৫ নম্বর দক্ষিণ আফ্রিকা, ১৮ নম্বর চীন, ২০ নম্বর মিশর, ৩২ নম্বরে স্বাগতিক বাংলাদেশ ও ৪১ নম্বরে শ্রীলঙ্কা। জাতীয় দলকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচের আয়োজন করবে হকি ফেডারেশন। অন্তত দুটি দল মাঠে রাখতে অনুর্ধ-২১ ও ১৮ দলের আরও ১৫ জন খেলোয়াড় ডাক পেয়েছেন ক্যাম্পে। নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ অলিভার কার্টজের কাছে রিপোর্ট করবেন। এই ক্যাম্পে যারা ভাল করবেন, পরবর্তীতে তারা পাবেন জাতীয় দলে খেলার সুযোগ। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেনÑ আবু সাইদ নিপ্পন, মহিদুল ইসলাম, রোকনুজ্জামান সোহাগ, আবদুল মালেক, বেলাল হোসেন, রাতুল আহমেদ অনিক, সাব্বির রানা, ফজলে হোসেন রাব্বি, নাঈম উদ্দিন, মাহবুব হোসেন, রাজু আহমেদ, রাব্বি সালেহীন রকি, দ্বীন ইসলাম ইমন, আরশাদ হোসেন ও শামিম ময়া।
×