ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনবদ্য ক্যাপ্টেন কোহলি

প্রকাশিত: ০৭:০৮, ১২ ডিসেম্বর ২০১৬

অনবদ্য ক্যাপ্টেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কোহলি’ এবং ‘অবিশ্বাস্য’ শব্দ দুটির স্থান পাশাপাশি হতে পারে না। এই বিরাট কোহলিকে দেখে অন্তত তাই মনে হয়। নইলে ব্যাট হাতে ভারতীয় ‘ওয়ান্ডার বয়’ যা করে চলেছেন, এটাও কোন ক্রিকেটারের পক্ষে সম্ভব? একধাপ এগিয়ে অনেকে বলছেন, কোহলি মানুষ না অন্য কিছু। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে খেললেন ২৩৫ রানের অনবদ্য ইনিংস। চলতি বছর এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। প্রথম ভারতীয় আর মাইকেল ক্লার্ক ও ব্রেন্ডন ম্যাককুলামের পর টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় ‘অধিনায়ক’ হিসেবে কোহলি এমন কীর্তি গড়লেন। ৫২তম টেস্টে গড় ৫০.৫৩। গত বছর নেতৃত্ব পাওয়ার পর সেটি ৬৫.৫০Ñ ‘অধিনায়ক’ হিসেবে কমপক্ষে ২ হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে কেবল স্যার ডন ব্র্যাডম্যান। তিন ডাবল সেঞ্চুরির সবকটিই পেয়েছেন এই সময়ে। ক্যারিয়ারে কোহলির এটি ১৫তম সেঞ্চুরি। নর্থ সাউন্ডে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিক ২০০ দিয়ে শুরু। অক্টোবরে ইন্দোরে করলেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে এই ডাবল সেঞ্চুরিটা এক অনন্য রেকর্ডের অধিকারী করল তাকে। প্রথম ভারতীয় ‘অধিনায়ক’ হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি পেলেন তিনি। সিরিজে এখন পর্যন্ত ৬১৭ রান করে দ্বিতীয় ভারতীয় ‘অধিনায়ক’ হিসেবে এক সিরিজে ৬০০’র বেশি করার কীর্তি গড়লেন। ১৯৭৯-৮০ সালে সুনীল গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৭৩২। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮১-৮২ সালের সিরিজে গাভাস্কারেরই ব্যাট থেকে এসেছিল ৫০০ রান। সিরিজে এখনও আরও একটি টেস্ট বাকি। কোহলি গাভাস্কারকে ছাড়িয়ে যান কিনা সেটিই দেখার অপেক্ষা। তার নামের সঙ্গে আরও কিছু কীর্তি যোগ হয়েছে। এক বছরে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ডে ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং ও ব্রেন্ডন ম্যাককুলামের পাশে বসেছেন। অবশ্য সর্বোচ্চ চারটি ডাবল সেঞ্চুরি নিয়ে একমাত্র মাইকেল ক্লার্কই (২০১২) তাদের ওপরে। শচীন টেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় ‘টেস্ট অধিনায়ক’ হিসেবে কোহলি এক বর্ষপঞ্জিকায় ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক। ১৯৯৭ সালে শচীন ১২ টেস্টে ৬২.৫০ গড়ে করেছিলেন ১ হাজার রান। ২০০৬ সালে রাহুলের ১ হাজার ৯৫ রান এসেছিল ১২ টেস্টেই (গড় ৬০.৮৩)। কোহলি হাজার রান অতিক্রম করলেন একটি টেস্ট কম খেলেই। এ বছর সব দল মিলেই হাজার রান করেছেন জনি বেয়ারস্টো, জো রুট ও এ্যালিস্টার কুক। টেস্টে ৪ হাজার (৪,১৯৪) রানের মাইলফলকও অতিক্রম করেছেন কোহলি। মনসুর আলী খান পতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিরাÑ এই চার ভারতীয় অধিনায়ক নিজেদের ২৮ বছর বয়সে টেস্টে একটির বেশি ডবল সেঞ্চুরির দেখা পাননি। সমান বয়সে কোহলি পেয়ে গেলেন তিনটি। তাও ছয়মাসের ব্যবধানে। সুনীল গাভাস্কার তার অধিনায়কত্বের পুরো সময়ে করেছিলেন ১১টি টেস্ট সেঞ্চুরি, মোহাম্মদ আজহারউদ্দিন ৯টি। সেখানে নেতৃত্বের দুই বছর হতে না হতেই কোহলি পেয়ে গেছেন ৮টি টেস্ট সেঞ্চুরি। ২৩৫-এর পথে কোহলি এদিন ভারতীয় ‘অধিনায়ক’ হিসেবেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও ভেঙ্গে দিয়েছেন। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনি করেছিলেন ২২৪। কোহলি আসলে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন?
×