ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, মুক্তিযোদ্ধা সংসদ ০-১ উত্তর বারিধারা

মুক্তিযোদ্ধাকে হারিয়ে বদলা বারিধারার

প্রকাশিত: ০৭:০৮, ১২ ডিসেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধাকে হারিয়ে বদলা বারিধারার

স্পোর্টস রিপোর্টার ॥ ফিরতি লেগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে মধুর বদলা নিয়েছে উত্তর বারিধারা ক্লাব। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ম্যাচে বারিধারা ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী মুক্তিযোদ্ধাকে। আধিপত্য বিস্তার করে খেলা ম্যাচে বারিধারার হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমা। গত ২৬ সেপ্টেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে দু’দলের প্রথম লেগের ম্যাচে একই ব্যবধানে জিতেছিল মুক্তিযোদ্ধা। ওই ম্যাচে দশজন নিয়েও জয় পেয়েছিল আব্দুল কাইয়ুম সেন্টুর দল। কিন্তু ফিরতি লেগে এই ম্যাচের আগে তলানিতে থাকা বারিধারার কাছে পাত্তাই পায়নি পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা মুক্তিযোদ্ধা। নজরকাড়া ফুটবল খেলে দারুণ প্রতিশোধ নিয়েছে কোচ পাপ্পুর দল। প্রথমার্ধে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলে বারিধারা। কিন্তু ভাগ্য সহায় না থাকায় এগিয়ে যাওয়া হয়নি রাশেদ আহমেদ পাপ্পুর দলের। ম্যাচের শুরু থেকেই মুক্তির দুর্গে আক্রমণ শাণাতে থাকে বারিধারা। প্রথম ভাল সুযোগ আসে ১৬ মিনিটে। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন মিডফিল্ডার সেন্টু চন্দ্র সেন। ২৯ মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পান বারিধারার সেনেগালের ফরোয়ার্ড সারা চামারা। কিন্তু তিনি সরাসরি শট না দিয়ে দেন ডানদিকে আরেক বিদেশী লিওনার্দো লিমাকে। কিন্তু এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ঠিকানা খূঁজে পায়নি। ৩৮ মিনিটে বারিধারার ডিফেন্ডার খালেকুজ্জামানের ফ্রিকিক দেয়ালে লেগে প্রতিহত হয়। ৪৩ মিনিটে ডি বক্সের বামকোণা থেকে ফ্রিকিক পায় বারিধারা। খালেকুজ্জামান সবুজের শটে ব্রাজিলিয়ান লিমার হেড বারপোস্টে লেগে ফিরে আসার পর মুক্তির গোলরক্ষক মামুন খান তালুবন্দী করেন। তবে লিমা রেফারির কাছে গোলের আবেদন জানান। তার মতে, গোলরক্ষক বলটি ধরার আগে গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু রেফারি আনিসুুর রহমান সাগর তাতে কর্ণপাত করেননি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। এ অর্ধে মুক্তিযোদ্ধা একটি সুযোগও সৃষ্টি করতে পারেনি। বিরতির পরও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বারিধারা। ৪৭ মিনিটে বামপ্রান্ত থেকে বারিধারার খালেকুজ্জামানের শট সরাসরি চলে যায় মুক্তির গোলরক্ষকের কাছে। পরের মিনিটে মুক্তিযোদ্ধা ম্যাচে প্রথম আক্রমণ করে। নাইজিরিয়ার ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার শট দ্বিতীয় দফায় তালবুন্দী করেন বারিধারা গোলরক্ষক রাজিব। ৫৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বারিধারার খালেক। জটলার মধ্যে ফাঁকায় পেয়েও বারপোস্টের ওপর দিয়ে মারেন এই ডিফেন্ডার। ৫৯ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধা। মাঝমাঠ থেকে আসা বল ডি বক্সের ঠিক বাইরে নিয়ন্ত্রণে নেন মিডফিল্ডার রাসেল। বারিধারার গোলরক্ষকও এগিয়ে আসেন। কিন্তু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে রাসেলের তুলে দেয়া বল বারপোস্ট উচিয়ে বাইরে যায়। ৬২ মিনিটে আবারও সুযোগ হারায় বারিধারা। বামপ্রান্ত থেকে সেন্টু সেনের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। অবশেষে ৬৬ মিনিটে পুরো ম্যাচে দারুণ খেলার ফল পায় উত্তর বারিধারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার গোলে এগিয়ে যায় অবনমনের শঙ্কায় থাকা দলটি। বামপ্রান্ত থেকে সেনেগালের ফরোয়ার্ড চামারার পুস মুক্তির ডি বক্সের মধ্যে পান আরিফুল ইসলাম। তার শট ফিরে আসে এক ডিফেন্ডারের পায়ে লেগে। ফিরতি বল প্লেসিং শটে জালে জড়ান লিমা (১-০)। পিছিয়ে পড়ার পর ম্যাচের বাকি সময়ে সমতা ফেরানোর জন্য মরিয়া আক্রমণ শাণাতে থাকে মুক্তিযোদ্ধা। ৭১ মিনিটে দলটির সিমোন ইয়োডিকার ফ্রিকিক অল্পের জন্য বারপোস্টের ওপর দিয়ে যায়। ৭৪ মিনিটে আরেকটি দারুণ সুযোগ হারায় বারিধারা। ডানপ্রান্ত থেকে মনিরের বাড়ানো বলে বদলি ফয়সালের শট বার উচিয়ে যায়। ম্যাচের শেষ পাঁচ মিনিটে সমতা ফেরানোর দু’টি সুবর্ণ সুযোগ পেলেও পারেনি মুক্তিযোদ্ধা। ৮৬ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হারায় সেন্টু বাহিনী। ডানপ্রান্ত থেকে আসা মোবারকের ক্রসে মিডফিল্ডার শ্যামল আহমেদ রনির হেড সাইডপোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটে আবারও ভাগ্যবঞ্চিত হয় মুক্তি। ডি বক্সের মধ্যে ইনডাইরেক্ট ফ্রিকিকের বল বাধা পেয়ে ফিরে আসে। এরপর সিমোন ইয়োডিকার জোরালো শট ডানপোস্টে লেগে প্রতিহত হয়। শেষ পর্যন্ত তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল জার্সিধারীদের। দারুণ এই জয়ে অবমনের শঙ্কায় থাকা বারিধারা ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার নীচ থেকে একধাপ ওপরে উঠে এসেছে। আর আগের ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকল মুক্তিযোদ্ধা।
×