ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব গেছেন রবিবার ॥ রুবেল ও মেহেদী যাচ্ছেন আজ

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু অস্ট্রেলিয়ায়

প্রকাশিত: ০৭:০৭, ১২ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু অস্ট্রেলিয়ায়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে। রবিবার তাদের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের তত্ত্বাবধানে সিডনির ব্ল্যাকটাউন গ্রাউন্ডে প্রস্তুতি শুরু করেছে ক্রিকেটাররা। তবে সব ক্রিকেটার এ ক্যাম্পে অংশ নিতে পারছেন না। বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে যারা অস্ট্রেলিয়ায় গেছেন তারা প্রথমদিন প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছেন। দ্বিতীয় ধাপে বা তারপরে যে ক্রিকেটাররা গেছেন, তারা আজ থেকে ক্যাম্পে যোগ দেবেন। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনির সময় পার্থক্য পাঁচ ঘণ্টা। সময়ের হিসেবে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি। সেই হিসেবে আজ সকালে যখন দ্বিতীয়দিনের প্রস্তুতি শুরু করবেন বাংলাদেশ ক্রিকেটাররা, তখন বাংলাদেশে বিকেল হয়ে যাবে। সকাল দশটায় প্রস্তুতি শুরু করলে বাংলাদেশে তখন বিকেল ৫টা বাজবে। এ প্রস্তুতি ক্যাম্পে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম, ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন ও শুভাগত হোম থাকছেন। আজ থেকে ক্যাম্পে যোগ দেবেন নির্ধারিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও তানভির হায়দার। মঙ্গলবার দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন সাকিব আল হাসান। এজন্য রবিবার রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। সাকিবের আগেই যাওয়ার কথা ছিল। কিন্তু বিপিএল শেষে একদিন বাড়তি ছুটি পেয়েছেন শিরোপা জেতা ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব। তাই রবিবার তিনি অস্ট্রেলিয়া যাত্রা হয়েছেন। সাকিবের পরে যাওয়াদের তালিকায় আরও দুইজন আছেন। তারা হলেন পেসার রুবেল হোসেন ও হার্ডহিটার ওপেনার মেহেদী মারুফ। দুজনই পরে দলে যুক্ত হয়েছেন। ভিসা পেতে দেরি হওয়ায় তাদের অস্ট্রেলিয়া যাওয়ায় দেরি হয়েছে। আজ তারা দুজনই যাবেন। বুধবার থেকেই জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলা শুরু হয়ে যাবে। এদিন সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। ম্যাচটি ওয়ানডে ফরমেটে হতে পারে। এই ম্যাচ দিয়ে সরাসরি অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শুরু করে দিতে পারেন রুবেল ও মেহেদী। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামার আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। এরপর ১৯ ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে চড়বেন। অস্ট্রেলিয়ায় নয়দিনের ক্যাম্প হবে। অস্ট্রেলিয়াতে দুটি প্রস্তুতি ম্যাচও আছে। ১৪ ও ১৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ টুর্নামেন্ট বিগব্যাশের দল সিডনি সিক্সার্স ও বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচগুলো শেষে নিউজিল্যান্ডে গিয়ে ২৬ ডিসেম্বর থেকে মূল সিরিজে খেলতে নামবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে, তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুতে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৩, ৬ ও ৮ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ হবে। সবশেষে ১২ জানুয়ারি প্রথম ও ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন সাকিব আল হাসান। এ নিয়ে আগেই সাকিব বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় ক্যাম্প করে নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হবে। প্রথমদিকে ভাল করতে পারলে সিরিজে ভাল করার সুযোগ থাকবে আমাদের।’ এখন দেখা যাক, দুই বছর পর বিদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে কেমন করে বাংলাদেশ।
×