ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মডেল : সারিকা;###;ছবি : আরিফ আহমেদ

কন্টুরিং এবং হাইলাইটিং

প্রকাশিত: ০৭:০৬, ১২ ডিসেম্বর ২০১৬

কন্টুরিং এবং হাইলাইটিং

কিভাবে করবেন ক্রিম কন্টুরিং এবং হাইলাইটিং ক্রিম হাইলাইটিং এবং কন্টুরিং যে কোন ক্রিমি কনসিলার অথবা ফাউন্ডেশন দিয়ে করা যায়। হাইলাইটিংয়ের জন্য আপনার ফেসের থেকে অন্ততপক্ষে ২-৩ শেড লাইট একটি কনসিলার ব্যবহার করতে হবে। কন্টুরিংয়ের জন্য আপনার ফেস থেকে ৪-৫ শেড ডার্ক একটি কনসিলার ব্যবহার করতে হবে। কন্টুরিং করতে হবে ফেসের যে জায়গায়গুলো ছায়ার মতো তৈরি করতে চাই অর্থাৎ যে যে অংশ ফুটিয়ে তুলতে চাচ্ছি না যেমন- চিক বোনের নিচে, কপালের হেয়ারলাইনে, নাকের দুই পাশে, থুতনির নিচে ইত্যাদি অংশে। এছাড়াও কিছু বিষয় যেমন- অনেকের কপাল অনেক বেশি চওড়া এবং বড়, অনেকের ডাবল চিন আছে, অনেকের নাক মোটা থাকে, এ সকল খুঁতগুলো কন্টুরিংয়ের মাধ্যমে ঢেকে ফেলা যায় অনেকটা। ধরুন, আপনার নাক মোটা অনেক। এখন আপনি চাচ্ছেন, নাকটাকে একটু শার্প এবং খাড়া দেখাতে, তখন আপনি নাকের দুই পাশে কন্টুরিং করে নিলেন। ব্যস হয়ে যাবে। আপনি যেমন চাচ্ছেন ঠিক তেমন হয়ে যাবেন। হাইলাইটিং করতে হবে ফেসের হাই পয়েন্টগুলোতে। যেমন- চোখের নিচে, নাকের হাড়ে, কপালে, থুতনি, ঠোঁটের উপরে এবং দুই চোয়ালের অংশে। নাক শার্প দেখানোর জন্য যেমন নাকের দুই পাশে কন্টুরিং করেছেন, তেমনি নাকের হাড়টি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে নাকের হাড়ে হাইলাইটিং করে নিলেন। এছাড়াও ক্রিম হাইলাইটিং ফেসে একটা ফ্রেশ ভাব ফুটিয়ে তোলে। খেয়াল রাখতে হবে সবার ফেসের গড়ন এক রকম না। তাই নিজের ফেসের প্রয়োজন অনুযায়ী আগে বুঝতে শিখুন কোথায় কোথায় আপনার কন্টুরিং এবং হাইলাইটিং করা দরকার। শুধুমাত্র একদিনেই আপনি পারফেক্টভাবে ক্রিম হাইলাইটিং এবং কন্টুরিং করতে পারবেন না। নিজে করতে হলে প্রথম প্রথম প্র্যাকটিস করতে হবে। তবেই আয়ত্তে আসবে। ক্রিম কন্টুরিং এবং হাইলাইটিং মূলত গ্ল্যামারাস ধরনের মেকআপের সঙ্গে করাই ভাল। বিশেষ করে রাতের অনুষ্ঠানে। তাই দিনের বেলায় না করাই ভাল। যাপিত ডেস্ক
×