ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৭, ১২ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

তিন শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দফতরি আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর টুটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই স্কুলের দফতরি বাচ্চু হাওলাদারকে আটক করেছে পুলিশ। এই ছাত্রীরা নগরীর সরকারী শিশু সদনের সদস্য এবং ওই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। রবিবার সকালে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা বিচার চেয়ে বিক্ষোভ করেন। এর পর অভিযুক্ত বাচ্চুকে আটক করা হয়। জানা গেছে, নগরীর সরকারী শিশু সদন থেকে প্রতিদিন ছাত্রীদের টুটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনা নেয়া করে ওই স্কুলের দফতরি বাচ্চু। কখনও স্কুল শুরু হওয়ার আগে, আবার কখনও ছুটির পরে নানা প্রলোভন ও ভয় দেখিয়ে বিদ্যালয় ভবনের কক্ষ ও বাথরুমে ডেকে নিয়ে তিন ছাত্রীকে ভিন্ন ভিন্ন সময়ে একাধিকবার সে ধর্ষণ করে। এক সপ্তাহ আগে ওই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তারা স্কুলের অন্য সহপাঠীদের কাছে এ ঘটনা বলে। একথা শুনে শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। পরে একাধিক নারী অভিভাবক ভুক্তভোগী শিশুদের সঙ্গে কথা বলেন। ধাওয়া খেয়ে মোটর সাইকেল পুকুরে ॥ যুবক নিহত নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১১ ডিসেম্বর ॥ ভোলায় দুই মোটরসাইকেল আরোহীর ধাওয়া খেয়ে সোহেল (২৭) নামে এক যুবক মোটরসাইকেলসহ পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর ১টার দিকে ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের আলী মিয়া মাতাব্বর বাড়ির দরজায়। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের লাশ ও পুকুর থেকে মোটরসাইকেল উদ্ধার করলেও কে বা কার ওই যুবককে ধাওয়া করেছিল তা উদ্ধার করতে পারেনি। স্থানীয়রা জানিয়েছে, কনটেকদার বাড়ির দরজা এলাকা থেকে বেলা ১টার দিকে দ্রুত বেগে একটি মোটরসাইকেল সোহেল নামে এক যুবক মধ্য রতনপুর গ্রামের ওপর দিয়ে রতনপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তার পিছন দিক থেকে অপর একটি মোটরসাইকেলে অজ্ঞাত ২ ব্যক্তি সোহেলকে ধাওয়া করছিল। এক পর্যায়ে আলী মিয়া মাতাব্বর বাড়ির দরজায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ওই যুবক পুকুরে পড়ে যায়। এ সময় বিকট শব্দ হলে এলাকার নারী-পুরুষ এসে ওই যুককে টেনে উপড়ে তোলার পড় তাকে মৃত দেখতে পায়। খাদিজা হত্যাচেষ্টা ॥ আরও ১৫ জনের সাক্ষ্য গ্রহণ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা হত্যাচেষ্টা মামলায় আসামি বদরুল আলমের বিরুদ্ধে আরও ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। রবিবার বেলা ১১টা থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, সাক্ষীরা হচ্ছেন- খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগম, বদরুলের জবানবন্দী গ্রহণকারী বিচারক উম্মে সরাবন তহুরা, ওসমানী হাসপাতালের ডাক্তার আতাউল গনি, মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ, প্রত্যক্ষদর্শী তামান্না প্রমুখ। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন। সেদিন স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক এবং খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। গত ৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের প্রথম দিন বদরুলের বিরুদ্ধে আদালতে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রবিবার আরও ১৫ জন মিলিয়ে এ নিয়ে এ মামলায় ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হল। মামলায় মোট ৩৭ জন সাক্ষী রয়েছেন। এদিকে রবিবার আদালতে হাজির করার সময় সাংবাদিকদের দেখে চিৎকার করে খাদিজার ওপর ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ করে নিজের ফাঁসি দাবি করেছে বদরুল আলম। ছাত্রলীগ নেতা দিয়াজের পুনঃময়নাতদন্ত সম্পন্ন চবি সংবাদদাতা ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর পুনঃময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে রবিবার রাতেই দিয়াজের মরদেহ পূর্বের স্থানে কবর দেয়ার কথা রয়েছে। রবিবার ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল দিয়াজের ময়নাতদন্ত সম্পন্ন করেন। অন্য দুই সদস্য হলেন ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস ও কবির সোহেল। হাবিপ্রবির ভর্তি পরীক্ষা স্থগিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা (১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর) অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি পরীক্ষার সময়সূচী এবং এ্যাডমিটকার্ড ডাউনলোড শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। বোমা তৈরিকালে বিস্ফোরণ ॥ ২ ডাকাত আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বোমা তৈরির সময়ে বিস্ফোরণে দুই ডাকাত গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের ফজর আলী গাজী ও কালিকাপুর গ্রামের ইছা শেখ। স্থানীয়রা জানান, রবিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের সাবেক মেম্বর শেখ জামাল উদ্দীনের পরিত্যক্ত ভিটায় বসে তারা দুজনে বোমা তৈরি করছিল। হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে বিকট আওয়াজ হলে স্থানীয়রা সেখানে গিয়ে বোমার স্পিøন্টারে গুরুতর আহত ডাকাত ফজর আলী গাজী ও ইছা শেখকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। যশোরে গোলাগুলিতে যুবক নিহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কথিত গোলাগুলিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তির পর রবিবার সকালে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ (৩০) যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আবদুল লতিফের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শনিবার মধ্যরাতে শহরের টিবি ক্লিনিক এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দু’দল সন্ত্রাসীর গোলাগুলিতে ইউসুফ গুলিবিদ্ধ হন। মুন্সীগঞ্জে বিজয় র‌্যালি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ মুক্তদিবসে স্মরণকালের বিজয় র‌্যালি হয়েছে। রবিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণের প্রধান সড়কে আলোচনাসভা হয়। বিরাট এই আলোচনা ও র‌্যালিতে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাসসহ মুক্তিযোদ্ধা, প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পরে আলোচনায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এই আয়োজনটিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিস-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান। বিশেষ অতিথি হিসাবে অংশ নেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, আতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ সাজ্জাদ, সিভিল সার্জন ডা. শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান।
×