ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৬, ১২ ডিসেম্বর ২০১৬

চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে যখন অন্তঃসত্ত্বা জুঁই প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন। সেদিকে নজর না দিয়ে চিকিৎসকরা তখন তাদের নির্বাচনী সভায় ব্যস্ত। চিকিৎসকদের সেই সভা শেষ হওয়ার আগেই মারা গেলেন ওই নারী। মৃত জুঁই (২৫) যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের জাহিদ হোসেনের মেয়ে। শ্বশুরবাড়ি ঢাকা থেকে সন্তান প্রসবের জন্য তিনি বাবার বাড়িতে এসেছিলেন। রবিবার দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে বুকফাটা আর্তনাদ করে জাহিদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টায় মেয়ে জুঁইকে হাসপাতালে ভর্তি করেছিলাম। সকালেই সিজারের সব ওষুধ কিনে আনিছি। কিন্তু অপারেশনের জন্য ডাক্তার পাইনি। ডাক্তার না থাকায় আমার মেয়েটা বিনা চিকিৎসায় মারা গেল। আমি সব হারালাম। রবিবার সকালে জুঁইয়ের মতো চিকিৎসা সঙ্কটে ভুগেছেন কয়েকশ’ নারী-পুরুষ। কারণ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে প্যানেল পরিচিতসভা উপলক্ষে এদিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আড়াই ঘণ্টা রোগীদের সব সেবা বন্ধ ছিল। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে কোন চিকিৎসক দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম দুর্ভোগে পড়েন অসংখ্য রোগী ও তার স্বজনরা। বেলা পৌনে ১২টার দিকে বহির্বিভাগ ও আন্তঃবিভাগের চিকিৎসকরা কাজে যোগ দেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিচিতসভা হলেও রোগীদের সেবায় কোন প্রতিবন্ধকতা হয়নি। আর মৃত্যুর অভিযোগও তারা পায়নি।
×