ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাকসামে যুবক

প্রকাশিত: ০৬:৫৬, ১২ ডিসেম্বর ২০১৬

লাকসামে যুবক

নিজস্ব সংবাদদাতা লাকসাম, কুমিল্লা থেকে জানান, রবিবার ভোরে মোহাম্মদপুর দক্ষিণপাড়া গ্রামে রবিউল হোসেন (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিউল পেশায় রিক্সাচালক। ঘটনার দিন সকালে বাড়ি ফেরার পথে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সামর্থ্যবান সকলকে ট্যাক্সের আওতায় এসে সরকারের সহযোগী হতে হবে ॥ চসিক মেয়র স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য কারোর ওপর ভয়ভীতি প্রদর্শন করে বিরাগভাজন হওয়ার সুযোগ নেই। আইনকানুন ও বিধিবিধানের আওতায় মধুর আচরণ ও ভদ্র ব্যবহারের মাধ্যমে বাড়ির মালিকদের মন জয় করতে হবে। অসমর্থ, নিঃস্ব ও হতদরিদ্র হোল্ডারদের নামমাত্র টোকেন ট্যাক্সের মাধ্যমে হোল্ডিং নম্বর প্রদান করা হবে। যারা সামর্থ্যবান ও বিত্তের মালিক তাদের সকলকে ট্যাক্সের আওতায় এসে সরকারের সহযোগী হতে হবে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন রবিবার অনুষ্ঠিত কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় সভায় এ কথাগুলো বলেন। প্রতিবন্ধী দিবসে চবিতে কর্মসূচী শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘টেকসই ভবিষ্যত গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধী ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ডিসকু) উদ্যোগে রবিবার শুরু হয়েছে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী। ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে পালিত হচ্ছে এ কর্মসূচী, যা শুরু হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আয়োজনের মধ্যে রয়েছে ব্লাইন্ড ক্রিকেট প্রীতি ম্যাচ, বার্ষিক ক্রীড়া, দাবা প্রতিযোগিতা ও মিউজিক্যাল চেয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসকু আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, কেএসআরএম পরিচালক শাহে ইমন ও সিডিএসসি-সিভিসিসি’র সভাপতি দিদারুল আলম চৌধুরী। ডিসকু সভাপতি সোলেমান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে ডিসকু সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আজ সোমবার চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট কনফারেন্স হলে থাকছে দিনব্যাপী কর্মসূচী। জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক শ্রেণীর ভর্তির রিলিজ সিøপের মেধা তালিকা প্রকাশ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমে রিলিজ সিøপের মেধা তালিকা সোমবার প্রকাশ করা হবে। উক্ত ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (হঁ< ংঢ়ধপব>ধঃযহ<ংঢ়ধপব>ৎড়ষষ হড়) লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে ফল পাওয়া যাবে। রিলিজ সিøপের মেধা তালিকায় ¯'ান প্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযোগ থাকবে না। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে। মাস্টার্স শেষপর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের মাস্টার্স এমএ/ এমএসএস/এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×