ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ নরসিংদী হানাদারমুক্ত দিবস

প্রকাশিত: ০৬:৫৫, ১২ ডিসেম্বর ২০১৬

আজ নরসিংদী  হানাদারমুক্ত  দিবস

নিজস্ব সংবাদদাতা নরসিংদী, ১১ ডিসেম্বর ॥ আজ নরসিংদী হানাদার মুক্ত দিবস। এই দিনে সম্মিলিত মুক্তি বাহিনীর তীব্র প্রতিরোধে নরসিংদী শহরসহ পুরো জেলা হানাদারমুক্ত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে খ- যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ সব যুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছিল ১১৬ বীর সন্তান। এর মধ্যে নরসিংদীতে ২৭, পলাশে ১১, শিবপুরে ১৩, মনোহরদীতে ১২, বেলাবোতে ১৬ ও রায়পুরায় ৩৭ জন। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে ১২ ডিসেম্বর শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। হানাদার দিবস পালনে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আদমদীঘি ॥ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার থেকে জানান, ১২ ডিসেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলা সদর হানাদার মুক্ত হয়। মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে ক্ষতবিক্ষত পাক হানাদার বাহিনী পালিয়ে যাওয়ায় দেশ স্বাধীনের মাত্র ৪ দিন আগে ১৯৭১ সালে এই দিনে মুক্তিযোদ্ধারা বিজয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এই আদমদীঘি উপজেলা সদরকে শত্রুমুক্ত করেন।
×