ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৪, ১২ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার দাবিতে হরতাল পালন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে নগরীতে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়েছে। হরতালের কারণে মহানগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যবসায়ীদের দাবি মানা না হলে আরও কঠোর আনন্দোলনের ঘোষণা দেয়া হবে। এদিকে, হরতাল সফল করতে সকালে মিছিল ও সামবেশ করে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ ও ব্যবসায়ীরা। পরে সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স বহুগুণ বৃদ্ধি, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে না রাখলে আন্দোলন আরও জোরদার করা হবে। রাজশাহীর সকল রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। সমাবেশে বক্তব্য দেনÑ নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক, ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, আরডিএ মাকের্ট ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপদেষ্টা আনোয়ার হোসেন, সংগঠনের সদস্য সচিব ফরিদ মামুদ হাসান প্রমুখ। গারোদের ওয়ানগালা উৎসব পালন নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১১ ডিসেম্বর ॥ দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে গারোদের ওয়ানগালা উৎসব জিবিসি বড় সভার মাঠে অনুষ্ঠিত হয় রবিবার। গারোদের ওয়ানগালা অনুষ্ঠান হচ্ছে শীতের শস্য ঘরে তোলা এবং ধর্মীয়ভাবে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বা বাংলায় এটাকে ‘নবান্ন’ উৎসব বলে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো নাংরিমগ্রিগাও বাংলাদেশ (সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ)। ওয়ানগালার বাণী বর্তমান প্রতিকূল পরিবেশে ও আমাদেরকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের মানুষের আশা আকাক্সক্ষার প্রতিফলন যেন ওয়ানগালা উদযাপনের মাধ্যমে সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ে তার জন্যই গারোদের ঐতিহ্যবাহী বার্ষিক ওয়ানগালা উৎসব পালন করা হয়। উক্ত উৎসবের শুভ উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। উদ্বোধন শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরানের সঞ্চালনায় জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, সংসদ সদস্য জুয়েল আরেং, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ শাহীন আক্তার, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, ইউএনও মোঃ মামুনুর রশীদ প্রমুখ। ঝাড়ু মিছিল নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১১ ডিসেম্বর ॥ পৌরসভার ইপিআই সুপার ভাইজার আফরোজা পারভীনকে চাকরিচ্যুতের প্রতিবাদে শহরে ঝাড়ু মিছিল, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় চাকরিচ্যুত আফরোজার নেতৃত্বে একদল নারী-পুরুষ শহরে ঝাড়ু মিছিল বের করে। এর আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এমপির মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ ডিসেম্বর ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের উচ্ছেদের ঘটনায় দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা থেকে এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম প্রত্যাহারের দাবিতে রবিবার বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি মুুকিতুর রহমান রাফি, সদস্য বাদল মিয়া, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহকারী শিক্ষক ননী গোপাল প্রমুখ। বক্তারা বলেন, সাঁওতালদের দিয়ে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা থেকে এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম প্রত্যাহারের দাবি জানান। মাগুরায় সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ ডিসেম্বর ॥ সদর উপজেলার ছোনপুর গ্রামে রবিবার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে । এক মহিলাসহ আহত ৭জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরা হলেন ইলাহী শিকদার, জসিম জোয়ারদার, তোজাম, রফিক,আল আমিন,শুকুর জোয়ারদার, মঞ্জরী খাতুন। জানা গেছে, সদর উপজেলার ছোনপুর গ্রামে গ্রাম্য দলাদলি কেন্দ্র করে দু’দলের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে ঠা-া জেঁকে বসেছে। জেলার ১৬টি নদ-নদীবেষ্টিত এলাকার মানুষ এখন শীতে কাতর। বেশি কাহিল হয়ে পড়েছে জেলার ৪০৫টি চর-দ্বীপচর ও নদীতীরবর্তী এলাকার মানুষজন। প্রচ- ঠা-ায় জবুথবু হয়ে পড়েছে গোটা জনপদ। শীত ও ঠা-া নিবারণে গরম কাপড় না থাকায় নিদারুণ কষ্টে দিন পার করছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন। সকালের দিকে ঘন কুয়াশার কারণে সূর্য ঠিকমতো দেখা যায় না। মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গত কয়েকদিন থেকে ঠা-ার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এখানকার মানুষজন। কার্বন কারখানায় অগ্নিকাণ্ড নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১১ ডিসেম্বর ॥ মহম্মদপুরের রুইজানী গ্রামে শনিবার রাতে অগ্নিকা-ে কার্বন কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। দমকল বাহিনীর চারটি গাড়ি গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মহম্মদপুরের রুইজানী গ্রামে শনিবার রাতে পাটকা পুড়িয়ে কার্বন তৈরির কারখানার একটি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তে কার্বন তৈরির জন্য রাখা প্রায় এক কোটি টাকার পাটকাঠি পুড়ে যায়। বেতন-ভাতা দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ ডিসেম্বর ॥ গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিমের হাইকোর্টে রিট আবেদন প্রত্যাহার ও বন্ধ হয়ে যাওয়া বেতন-ভাতা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। রবিবার সকালে কলেজ চত্বর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বিক্ষোভ শেষে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেনÑ প্রভাষক আবু ইউনুস, আব্দুর রশিদ, একে আজাদ, মোস্তাফিজুর রহমান, মাহাবুবা বেগম, মিজানুর রহমান প্রমুখ। কলেজ জাতীয়করণ স্থগিতাদেশ প্রত্যাহার দাবি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ ডিসেম্বর ॥ বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ জাতীয়করণের কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে রবিবার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে কলেজের অধ্যক্ষ বেলাল রব্বানীর নেতৃত্বে শিক্ষকগণ একটি স্মারকলিপি জেলা প্রশাসক আব্দুল আওয়ালের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে আশ^াস দেন। তিনি এলাকায় কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির কোন সুযোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেন। জাতীয়করণের দাবিতে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগর উপজেলার এমপিওভুক্ত কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রী কলেজটিকে জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেয়া হয়। কলেজটি প্রায় ৪ হাজার ছাত্রছাত্রী রয়েছে। ১৯৯৭ সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ২য় স্থান লাভ করে। শিক্ষা বিস্তারে উপজেলার একমাত্র ডিগ্রী কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৃহৎ জনগোষ্ঠী তথা এলাকার শিক্ষায় মান উন্নয়নে এ কলেজটিকে জাতীয়করণে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করা হয়। তিন মাদকসেবীকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১১ ডিসেম্বর ॥ মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। র‌্যাব-১২ জানান, রবিবার সকালে শহরের চকপৈলানপুর উত্তরপাড়া ক্লাব ঘরের পেছনে অভিযান চালিয়ে ৩ জন মাদক সেবাকে হাতেনাতে আটক করা হয়। এসময় ৫ গ্রাম গাঁজা ও ১টি গাঁজার কল্কি উদ্ধার করা হয়।
×