ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ভার্সিটিতে ট্রেনিং প্রোগ্রাম

প্রকাশিত: ০৬:৫৪, ১২ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ ভার্সিটিতে ট্রেনিং প্রোগ্রাম

বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে ‘অনলাইন সফ্টওয়্যার ট্রেনিং প্রোগ্রাম- ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিভার্সিটি অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ার ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন সফ্টওয়্যার কনসালট্যান্ট খবির উদ্দিন।-বিজ্ঞপ্তি নর্দান ভার্সিটিতে গ্র্যাজুয়েশন ডিনার নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজী বিভাগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ বিভাগ থেকে সম্প্রতি অনার্স ও মাস্টার্স সম্পন্নকারী ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাতে গ্র্যাজুয়েশন ডিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ, উপাচার্য নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনা এবং চেয়ারম্যান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ড. নির্মল চন্দ্র ভক্ত, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক এবং সাবান মাহমুদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, ট্রেজারার অধ্যাপক আনোয়ার হোসেন, লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান। সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ও নর্দান বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম। -বিজ্ঞপ্তি উন্নয়ন ভাবনাবিষয়ক সভা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ ডিসেম্বর ॥ সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা অবহিতকরণ ও জঙ্গীবাদ প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা কম্পাউন্ডে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোতাহারুল ইসলাম লিটন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়। মুক্তিযুদ্ধের গল্প শুনল শিক্ষার্থীরা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ ডিসেম্বর ॥ সদরের আরএস আইডিয়েল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী মুক্তিযোদ্ধাদের কণ্ঠে শুনল মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সেসব দিনের কথা। রবিবার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলন কলেজ মিলনায়তনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্পের স্মৃতিচারণে অংশ নেন বিশিষ্ট চিকিৎসক দীন মোহাম্মদ, বিশিষ্ট নারীনেত্রী জয়ন্তী রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু।
×