ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস শ্রমিকদের সড়ক অবরোধ ॥ যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৫৩, ১২ ডিসেম্বর ২০১৬

বাস শ্রমিকদের সড়ক অবরোধ ॥ যাত্রীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুই শ্রমিককে মারধরের জের ধরে রাজশাহী নগরীতে সড়ক অবরোধ করে যাত্রীদের দুর্ভোগে ফেলেছে বাস শ্রমিকরা। রবিবার সকাল ১০টার দিকে নগরীর শিরোইল এলাকায় পুরাতন বাস টার্মিনালের সামনের সড়কে আড়াআড়িভাবে একটি ট্রাক রেখে সড়ক অবরোধ করে তারা। এতে প্রায় ঘণ্টাখানেক টার্মিনাল থেকে কোন বাস বের হতে পারেনি। আবার টার্মিনালে ঢুকতেও পারেনি কোন বাস। ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। এ সময় পুলিশ গিয়ে অবরোধ তুলে দিতে চাইলে বাস শ্রমিকরা তাদের ওপরই চড়াও হয়। পরে বোয়ালিয়া থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেয় বাস শ্রমিকরা। রাজশাহী বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী জানান, রবিবার সকালে তানোর থেকে রাজশাহী আসছিল সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি বাস। পথে দুয়ারি নামক স্থানে সড়কে সাইড দেয়াকে কেন্দ্র করে একটি ট্রাকের হেলপারের সঙ্গে ওই বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রাকের শ্রমিকরা বাসটি আটকে এর চালক লালন হোসেন ও হেলপার পল্লব হোসেনকে মারপিট করে। এতে তারা দুজনই আহত হয়। এরপর তারা বাস নিয়ে রাজশাহী পৌঁছলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর জানাজানি হলে বাস শ্রমিকরা সড়ক অবরোধ করে।
×