ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘রবীন্দ্রগুণী’ সম্মাননায় ভূষিত আহমদ রফিক

প্রকাশিত: ০৬:৫০, ১২ ডিসেম্বর ২০১৬

‘রবীন্দ্রগুণী’ সম্মাননায় ভূষিত আহমদ রফিক

স্টাফ রিপোর্টার ॥ ‘আমাকে যে উপলক্ষে আজ এই সম্মাননা দেয়া হলো তা আনন্দের ও গর্বের এই জন্য যে, আমার দীর্ঘ ষাট বছর সাহিত্যচর্চা জীবনের শেষ পর্বে এসে দেশের সরকারী ও বেসকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া সম্মাননা পাওয়ার পরেও জীবন সায়ান্নে এসে আমার কাছে মনে হচ্ছে এই সম্মাননাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আমার জীবন কয়েকটি পর্বে বিন্যস্ত। আমার শৈশব-কৈশোর গ্রাম থেকে শুরু। তখনকার মুগ্ধতা আমার মধ্যে এখনও আছে। আমার মধ্যে রোমান্টিকতা বিশেষ দিক হিসেবে কাজ করে। জীবনের বাস্তবতা, সমাজ কোন কিছুই আমার রোমান্টিকতা দূর করতে পারে নেই। স্বাধীনতাযুদ্ধ আমাকে খুব তাড়িত করেছিল। তখন রবীন্দ্রনাথ বেশি কাছে আসেনি। নজরুল তখন আমার প্রিয় কবি। রবীন্দ্রনাথের সঙ্গে আমার পরিচয় ১৯৪৪ সালে ‘গোরা’র মাধ্যমে। রবীন্দ্রনাথের গান আমার প্রিয়। ষাটের দশকে মার্কসবাদী ছিলাম। তা সত্যেও গ্রামের সবকিছু ছিল প্রিয়। স্বাধীন বাংলাদেশের পর কিছু বই পড়ে, রবীন্দ্রনাথ আমার সাহিত্যচর্চার কেন্দ্র বিন্দু রচিত হলো। তাকে সাধারণ শিক্ষিত সমাজে পরিচিত করে তোলা আমার নান্দনিক দায়িত্ব মনে করি। বাঙালীর দীক্ষা রবীন্দ্রনাথের হাত ধরে। বাংলাদেশে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা খুবই অপরীহার্য। রবীন্দ্রনাথের প্রবন্ধ পাঠ জরুরী। রবীন্দ্রনাথকে শিক্ষিত সমাজের মধ্যে সীমাবদ্ধ করে রাখা উচিত নয়। গ্রামের যে মানুষ বাউল, ভাটিয়ালি গানে আপ্লুত, তারা রবীন্দ্রনাথে আপ্লুত হবে না এটা আমি বিশ্বাস করি না। রবীন্দ্রনাথকে সাধারণ মানুষের সহিত পরিচিত করানো উচিত।’ খামখেয়ালী সভা কর্তৃক ‘রবীন্দ্রগুণী’ সম্মাননায় ভূষিত হওয়ার প্রতিক্রিয়ায় এ কথা বলেন ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক আহমদ রফিক। গাউসনগর ২০/বি নিউ ইস্কাটক সংগঠনটির কার্যালয়ে শনিবার সন্ধ্যায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সভার পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আবিদ এ আজাদ। সভাপতিত্ব করেন খামখেয়ালী সভার সভাপতি মাহমুদ হাশিম। প্রদীপের আলোয় ‘জগতে আনন্দ যজ্ঞে’ আলেখ্যানুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। কবিগুরুর গান আর কবিতা দিয়ে সাজানো এ আলেখ্যানুষ্ঠান এ সময়ে এক বিশেষ মাত্রা পায়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল ইবনে জামান। পরে আহমদ রফিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
×