ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দনিয়ায় বিজয়ের নাট্যোৎসবে ‘প্রেম পরাণের কথা’

প্রকাশিত: ০৬:৫০, ১২ ডিসেম্বর ২০১৬

দনিয়ায় বিজয়ের নাট্যোৎসবে  ‘প্রেম পরাণের কথা’

স্টাফ রিপোর্টার ॥ ‘আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙ্গিব এবার’ সেøাগানে দনিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয়ের নাট্য ও সাংস্কৃতিক উৎসবে মঞ্চায়ন হবে বাংলা নাট্যদলের আলোচিত নাটক ‘প্রেম পরাণের কথা’। উৎসবে প্রতিদিন থাকছে মঞ্চ নাটক, পথ নাটক, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য। এছাড়া বইমেলার পাশাপশি থাকছে পিঠামেলা। আগামী ১৬ ডিসেম্বর শুক্রবার ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে উৎসবের শেষ দিনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে দর্শক নন্দিত নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন হ ম সহিদুজ্জামান। নাটকে অভিনয় করেছেন আবিদ আহমেদ, মেহেজাবিন রাত্রি, সেলিম বহুরূপী, রাজু হোসাইন, নাসির আহমেদ, সায়মা শিউলি, হ ম সহিদুজ্জামান, সুবর্ণা মীর, জামিল উদ্দিন লোটাস, সৈয়দ পার্ল ও মাসুদুর রহমান। মঞ্চ ও আলোক পরিকল্পনা আবিদ আহমেদ, সঙ্গীত পরিচালনায় জালাল আহমেদ লিংকন। এ প্রসঙ্গে দলের নির্দেশক হ ম সহিদুজ্জামান জানান, নাটকটি পুরান ঢাকার বাসিন্দাদের ভিন্ন ধারার জীবন ও তাদের সংস্কৃতির ভিত্তিতে আবর্তিত। নাটকটিতে ফুটে উঠেছে পুরান ঢাকার প্রেম মোহাব্বত, তাদের ঐতিহ্য জীবনযাপন এবং তাদের সংস্কৃতিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দল প্রধান আবিদ আহমেদ জানান, তারুণ্যদীপ্ত থিয়েটার সংগঠন বাংলা নাট্যদল সক্রিয় নাট্যচর্চার পাশাপাশি সব সাংস্কৃতিক কর্মকা-ে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।
×