ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে ফিরেছে সামিট এ্যালায়েন্স পোর্ট

প্রকাশিত: ০৬:৪৮, ১২ ডিসেম্বর ২০১৬

লেনদেনের শীর্ষে ফিরেছে সামিট এ্যালায়েন্স পোর্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ফিরে এসেছে সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট। দিনটিতে উভয় বাজারেই কোম্পানিটির চাহিদা ও দর বেড়েছে। এর আগে গত বছরে জমি ক্রয় করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ। জানা য়ায়, নদী টার্মিনাল সুবিধা সম্প্রসারণ এবং বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে মুক্তারপুর টার্মিনাল সংলগ্ন এলাকায় ১ হাজার ১৬৭ ডিসিমাল জমি ক্রয় করেছে কোম্পানিটি। আর এ জমির মূল্য মোট ৪৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া কোম্পানিটির কিছুদিন আগে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য সিঙ্গাপুরে নতুন একটি অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ভারত, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশে পোর্ট চালুরও চেষ্টা করছে কোম্পানি কর্তৃপক্ষ। রবিবার ডিএসইতে কোম্পানিটির মোট ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে মোট ৩ হাজার ৫০৭ হাওলায় ৪৮ লাখ ৭৪ হাজার ২৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের সমন্বয় মূল্য দাঁড়ায় ৪৬ টাকা। আগের দিনের সমন্বয় মূল্য ছিল ৪৪.৭০ টাকা। অর্থাৎ প্রতিটি শেয়ার আগের দিনের চেয়ে ২.৪৭ শতাংশ বেড়েছে। ২০০৮ সালে বাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ২২৬ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে ৬২.৩৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫.৫৯ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.৯০ শতাংশ শেয়ার রয়েছে।
×