ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেলের দাম কমাতে রাজি ওপেকবহির্ভূত ১১ দেশ

প্রকাশিত: ০৬:৪৮, ১২ ডিসেম্বর ২০১৬

তেলের দাম কমাতে রাজি ওপেকবহির্ভূত ১১ দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ তেলের বাজার চাঙ্গা করতে এবার ওপেকের বাইরের দেশগুলোও মাঠে নামছে। জোটটির অন্তর্ভুক্ত নয় এমন ১১টি দেশ তেলের উৎপাদন কমাতে রাজি হয়েছে। শনিবার অস্ট্রিয়ার ভিয়েনায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ওপেকবহির্ভূত দেশ রাশিয়া, আজারবাইজান, ওমান, মেক্সিকো, মালয়েশিয়া, সুদান, সাউথ সুদান, বাহরাইনের প্রতিনিধিরাও অংশ নেন। প্রতিদিন ৫ লাখ ৫৮ হাজার ব্যারেল তেল উত্তোলন কমাতে সম্মত হয়েছে রাশিয়া। এর আগে গত মাসে দাম বাড়ানোর লক্ষ্যে তেল উত্তোলন কমাতে ঐকমত্যে পৌঁছে ওপেক। গেল ১৫ বছরের মধ্যে এবারই প্রথম তেল উত্তোলন কমানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি বৈশ্বিক চুক্তি হলো। আগামী জানুয়ারি থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক। গত ৮ বছরের মধ্যে এটা হচ্ছে ওপেকের তেল উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত। ওপেকভুক্ত দেশের মধ্যে আছে আলজিরিয়া, অ্যাঙ্গোলা, ইকুয়েডর, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজিরিয়া, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলা। চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকায় গত দুই বছরে এ বাজার ছিল টানা প্রায় নিম্নমুখী। ব্যারেলপ্রতি ১০৭ ডলার তেলের দর নামে ৩০ ডলারেরও নিচে। এ খাতের কোম্পানিগুলো তাদের বিনিয়োগ কমানোসহ শ্রমিক ছাঁটাই শুরু করতে থাকে। কিছু কোম্পানি মার্জ হওয়ার পরিকল্পনাও করে। এ পরিস্থিতিতে তেল রফতানিকারক দেশগুলোর অর্থনীতিতে কালো মেঘ নেমে আসে। তারপরও দেশগুলো এখনও উৎপাদনের সাথে চাহিদার ভারসাম্য আনতে পারেনি।
×