ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামীর বীমা প্রযুক্তির সন্ধানে মেটলাইফ

প্রকাশিত: ০৬:৪৮, ১২ ডিসেম্বর ২০১৬

আগামীর বীমা প্রযুক্তির সন্ধানে মেটলাইফ

সিঙ্গাপুরভিত্তিক মেটলাইফ ইনোভেশন সেন্টার ল্যুমেন ল্যাব ‘কাল্যাব’ শীর্ষক স্টার্টআপের ঘোষণা দিয়েছে। এটি আগামীর ব্যবসায়িক প্রয়োজনগুলোকে সহায়তা করতে একটি ‘প্রোডাক্ট রেডি’ স্টার্টআপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে বীমা সংক্রান্ত প্রযুক্তি ভিত্তিক কোন স্টার্টআপ অভিনব কোন সমাধান প্রদানের মাধ্যমে মেটলাইফের সহায়তায় বাস্তবায়নের সুযোগ পেতে পারে। ‘কোল্যাব’ প্রোগ্রামটির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, অভিযোগ গ্রহণের প্রক্রিয়া, বীমা ব্যবসার মডেল ও বিপণন প্রক্রিয়া নির্ভর অভিনব সমাধানের জন্য প্রোগ্রামটি অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করছে। ১৯ মে, ২০১৭ ডেমো ডে-তে উপস্থাপনের জন্য ‘কোল্যাব’ সারা বিশ্ব থেকে কয়েক স্তরের পর্যালোচনার মাধ্যমে মোট আটটি স্টার্টআপকে নির্বাচন করবে। বিজয়ী স্টার্টআপ মেটলাইফে-এ তাদের স্টার্টআপ পাইলট আকারে বাস্তবায়নের লক্ষ্যে পাবেন ১০০,০০০ মার্কিন ডলারের চুক্তি। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×