ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টার চালু

প্রকাশিত: ০৬:৪৬, ১২ ডিসেম্বর ২০১৬

জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টার চালু

স্টাফ রিপোর্টার ॥ ভ্যাট অনলাইন প্রকল্পের আওয়তায় প্রথমবারের মতো কল সেন্টার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ১৬৫৫৫ নম্বরে কল করে অতিসহজে ভ্যাট সংক্রান্ত যে কোন সেবা পাবেন সাধারণ জনগণ। উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন খাতে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০১৪-’১৫ করবর্ষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সম্মাননা প্রদান করা হয়। রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআরের নতুন ভবনে জাতীয় ভ্যাট দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে এই কল সেন্টারে উদ্বোধন করেন। এ সময় তিনি ১৬৫৫৫ নম্বরে কল করে ভ্যাট আইন ২০১২’র সুবিধা জানতে চান। কল সেন্টারের কর্মকর্তা অর্থমন্ত্রীর প্রশ্নের উত্তর দেন। আয়কর মেলার সময় অর্থমন্ত্রী ২৫ লাখ করদাতা শনাক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। ভ্যাট দিবসের অনুষ্ঠানে দেশে বিদ্যমান করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) ২৫ লাখে পৌঁছেছে বলে জানানো হয়। মুহূর্তটি স্মরণীয় করে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার হাতে একটি ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রেজাউল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সুলতান মোঃ ইকবাল। কুমিল্লায় ভ্যাট সপ্তাহের উদ্বোধন ॥ জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে শনিবার কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাতীয় ভ্যাট সপ্তাহের উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধান অতিথি ও রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) কালিপদ হালদার বিশেষ অতিথি ছিলেন।
×