ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যারিয়েল অব প্যাচেন্দো উৎসব

প্রকাশিত: ০৬:৩৩, ১২ ডিসেম্বর ২০১৬

ব্যারিয়েল অব প্যাচেন্দো উৎসব

কিউবার রাজধানী হাভানা থেকে ১২ মাইল দূরে অবস্থিত সান্তিয়াগো দে লাস ভেগাস শহরটি। ১৯৮৪ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে পালিত হয়ে আসছে ‘ব্যারিয়েল অব প্যাচেন্দো’ নামে একটি অদ্ভুত উৎসব। উৎসবটির অংশ হিসেবে জীবন্ত একজনকে কবর দেয়া হয়। বছরের শুরুর দিকে এক প্যাচেন্দো নির্বাচন করা হয়। নির্দিষ্ট দিনে কফিনে শুইয়ে শুরু হয় শোকযাত্রা। রীতি মেনে কফিন ছয় ফুট গভীর কবরে রাখার পর আবার তুলে আনা হয়। এর মাধ্যমে মূলত জীবনেরই জয়গান করা হয়। -ডেইলি মেইল
×