ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আম্মার শোকে মৃতের সংখ্যা বেড়ে ৪৭০

প্রকাশিত: ০৬:৩৩, ১২ ডিসেম্বর ২০১৬

আম্মার শোকে  মৃতের সংখ্যা  বেড়ে ৪৭০

ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের শোকে ভক্ত অনুরাগীদের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত শোকে ৪৭০ জন মারা গেছে। এআইএডিএমকে সুপ্রিমোর প্রয়াণ শোকস্তব্ধ করে রেখেছে পুরো রাজ্যকে। তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী ‘আম্মা’খ্যাত জয়ললিতা গত সোমবার মারা যান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। আম্মার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে শনিবারই অকস্মাৎ মৃত্যুমুখে পতিত হয়েছেন এমন ২০৩ জনের তালিকা প্রকাশ করেছিল শাসক দল এআইএডিএমকে। কিন্তু এক রাতের মধ্যেই সেই তালিকায় সংযোজিত হয় আরও ৭৭ জনের নাম। মৃতের সংখ্যা বেড়ে দাঁডায় ২৮০ তে। চেন্নাই, ভেলোর, তিরুভেলোর, তিরুবনমালাই, কুদ্দালোর, কৃষ্ণগিরি, এরদ ও তিরুপুরসহ রাজ্যে জারি মৃত্যুমিছিল। কিন্তু রবিবার এআইএডিএমকে জানায়, আম্মার শোকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৭০ জনে দাঁড়িয়েছে! এসব লোকজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, দলের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপী করে দেয়া হবে। তবে এ নিয়েও শুরু হয়েছে বিতর্কও।
×