ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ বিদায় জানাতে

প্রকাশিত: ০৬:২১, ১২ ডিসেম্বর ২০১৬

শেষ বিদায় জানাতে

কুকুরকে আমরা প্রভুভক্ত প্রাণী হিসেবে জানি। কিন্তু এই ধরনের প্রভুভক্তির কথা আগে কখনও শোনা যায়নি। বিষয়টি খোলাসা করা যাক। ক্যালিফোর্নিয়ার নাগরিক রায়ান টমাস জেসন। মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। পরিবারের অন্যান্য সদস্য রায়ান টমাস জেসনকে শেষবার দেখতে যাওয়ার সময় তার প্রিয় কুকুর মলিকেও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বেডে প্রভুকে দেখামাত্র লাফ দিয়ে বেডেরও ওপর ওঠে যায় মলি। মাথা নিচু করে প্রভুর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে কুকুরটি। জেসনের মুখের স্যালাইনের তার শুঁকতে থাকে। এ সময় কুকুরটিকে জেসনের পরিবারের আপনজনদের মতো মলিকেও উদ্বিগ্ন দেখাচ্ছিল। এই দৃশ্যের পর রায়ান টমাস জেসনের বোন মিশেল জেসন তার ফেসবুক পাতায় লিখেছে, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। তারাই আমাদের কুকুরটিকে তার প্রভুকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেয়। আমার ভাই মলিকে অনেক ভালবাসত। রায়ান টমাস জেসনের পরিবার এই দৃশ্য ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেই এটি ভাইরাল হয়ে যায়। অল্প কয়েকদিনের মধ্যে এক কোটি লোক এই ভিডিও দেখেছে।-ওয়াশিংটন পোস্ট অনলাইন অবলম্বনে
×