ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব শুরু কাল

প্রকাশিত: ০৬:২০, ১২ ডিসেম্বর ২০১৬

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িকতাবিরোধী ঐক্যের আহ্বানে উদ্্যাপিত হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব। একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে গানের সুর ও কবিতার ছন্দে বলা হবে সম্প্রীতির কথা। নানা পরিবেশনায় জানানো হবে উগ্রপন্থা ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ। ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের ২৭তম উৎসবের প্রতিপাদ্য হচ্ছে ‘ঐক্য গড় বাংলাদেশ সাম্প্রদায়িকতা হবে শেষ’। মঙ্গলবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসব উদ্বোধন করেন বরেণ্য সাংবাদিক ও একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা আবদুল গাফ্্ফার চৌধুরী। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে বিজয় শোভাযাত্রা। রাজধানীর নয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের উৎসব। উৎসবে অংশ নেবেন জোটের অন্তর্ভুক্ত ৩ শতাধিক সাংস্কৃতিক সংগঠনের প্রায় আড়াই হাজার সংস্কৃতিকর্মী। বহুমাত্রিক পরিবেশনায় সাজানো উৎসবে থাকছে দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, গণসঙ্গীত, পথনাটক, শিশু-কিশোরদের পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী এবং দেশবরেণ্য শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের একক পরিবেশনা। প্রতিদিন বিকেল ৪টা থেকে সকল মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। এছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত, ঐতিহ্য ও মূল্যবোধকে অটুট রাখতে এবং দেশব্যাপী জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার ও সচেতন করতে এ বিজয় উৎসবের আয়োজন। নাসির উদ্দীন ইউসুফ বলেন, এ উৎসব সংগঠিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তবে এটি একটি স্বাধীন ও মুক্ত উৎসব। জণগণের অংশগ্রহণে ও সংস্কৃতিকর্মীদের স্বেচ্ছাশ্রমে এ উৎসব অনুষ্ঠিত হয়। এবারও তাই হবে বলে আশা করেন জোটের সাবেক সভাপতি। উৎসবের বিস্তারিত তথ্য জানিয়ে গোলাম কুদ্দুছ বলেন, আগামীকাল মঙ্গলবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উৎসবের উদ্বোধন করবেন আবদুল গাফ্্ফার চৌধুরী। এবার কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর নয়টি মঞ্চে অনুষ্ঠিত হবে উৎসব। কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে ১৩ থেকে ১৬ ডিসেম্বর, ধানম-ি রবীন্দ্র সরোবর মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, মিরপুর সড়ক ও জনপথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মঞ্চে ১৪ ডিসেম্বর, মিরপুর-কামাল মজুমদার স্কুল এ্যান্ড কলেজ মাঠ মঞ্চে ১৫ ডিসেম্বর, মিরপুর-মুকুল ফৌজ ৬ নং সেকশন মাঠ মঞ্চে ১৬ ডিসেম্বর, বাহাদুর শাহ পার্ক মঞ্চে ১৭ থেকে ১৮ ডিসেম্বর, উত্তরা রবীন্দ্র সরণি মঞ্চে ১৮ থেকে ১৯ ডিসেম্বর এবং দনিয়া বর্ণমালা স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণ মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর এ বিজয় উৎসব অনুষ্ঠিত হবে। এসব মঞ্চের নানা পরিবেশনায় অংশ নেবে তিন শতাধিক সাংস্কৃতিক সংগঠন। মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস ॥ মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে চলছে সপ্তাহব্যাপী ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক উৎসব। ‘মুক্তিযুদ্ধ : তারুণ্যের ভাবনা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত উৎসবের দ্বিতীয় দিন ছিল রবিবার। এদিন সেগুনবাগিচার জাদুঘর কার্যালয়ের বৈকালিক আয়োজনের সূচনা হয় তরুণ প্রজন্মের ভাবনায় মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনায়। মুক্তিযুদ্ধ : তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে ভিকারুন্নেসা ন্যূন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সঞ্চালনা করেন মীর মাশরুর জামান রনি। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে দলীয় আবৃত্তি পরিবেশন করে ত্রিলোক বাচিক পাঠশালা সংগঠনের বাচিকশিল্পীরা। দলীয় সঙ্গীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। মৈত্রী থিয়েটার পরিবেশন করে ‘এইদিন এইদিন’ শীর্ষক পথনাটক। এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার উৎসবের তৃতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। মুক্তিযুদ্ধ : তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নেবে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের শিক্ষার্থীরা। সঞ্চালনা করবেন রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করবে ঢাকা স্বরকল্পন। সাং¯ৃ‹তিক অনুষ্ঠান পরিবেশন করবে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। দলীয় সঙ্গীত পরিবেশন করবে ঋষিজ শিল্পীগোষ্ঠী। সব শেষে পুকুর চুরি শীর্ষক পথনাটক পরিবেশন করবে অবয়ব নাট্যদল। জাদুঘরে লোকসঙ্গীত শিল্পী বাবুল বেপারীর সঙ্গীতানুষ্ঠান ॥ রবিবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন লোকসঙ্গীত শিল্পী বাবুল বেপারী। শিল্পী একে একে গেয়ে শোনান বাউল, কীর্তন পালা ও মাটির সুরে বাধা নানান লোকসংগীত।
×