ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবির ৬ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

প্রকাশিত: ০৬:২০, ১২ ডিসেম্বর ২০১৬

চবির ৬ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ছয় নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত অপরাধে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন সহসভাপতি মোঃ রকিব উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ ও আরিফুল হক অপু। বহিষ্কৃত নেতাদের মধ্যে আবু তোরাব পরশ, মোঃ আরমান, মিজানুর রহমান ও আরিফুল হক অপু দিয়াজ হত্যা মামলার আসামি। এছাড়া ছাত্রলীগ নেতাদের বাসা ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিও এই চারজন। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় চবি ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আবু সাইদ মারজান ও সহসম্পাদক আজিজুল হককে মারধর করা হয়। এরা দুজনই দিয়াজের অনুসারী। কেন্দ্রীয় চার নেতার সামনেই তাদের মারধর করা হয়। এ বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর টিপুর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
×