ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্গাপুর সীমান্তে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

প্রকাশিত: ০৬:১৯, ১২ ডিসেম্বর ২০১৬

দুর্গাপুর সীমান্তে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১১ ডিসেম্বর ॥ আদিতমারীর দুর্গাপুর সীমান্তে রবিবার ভোরে আসাদুজ্জামান (২২) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। পরে তার লাশ টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ সদস্য। ঘটনাস্থলে পড়ে থাকে ছোপ ছোপ রক্ত। এ ঘটনায় সীমান্ত গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, রবিবার ভোরে আদিতমারীর দুর্গাপুর সীমান্তে বাংলাদেশী যুবক আসাদুজ্জামান (২২) ৯২৪/৮ আন্তর্জাতিক পিলারের পাশে কৃষি জমি চাষ করতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। নিহত আসাদুজ্জামান সীমান্তের চওড়াটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। ভারতের কুচবিহারের সিঙ্গীমারী বিএসএফ সদস্য তাকে গুলি করে হত্যার পর লাশ টেনেহিঁচড়ে নিয়ে যায়। নিহত যুবকের ছোপ ছোপ রক্ত সীমান্তে পড়ে থাকে। দুর্গাপুর বিজিবি ক্যাম্প সূত্র জানায়, নিহত বাংলাদেশী যুবককে ভারতীয় গরু ব্যবসায়ী সন্দেহে গুলি করে হত্যা করে বিএসএফ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে যুবকের লাশ ফেরত দেয়া হবে বলে বিএসএফ নিশ্চিত করেছে।
×