ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিবিয়ানা-কালিয়াকৈর ডাবল সার্কিট সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:১৯, ১২ ডিসেম্বর ২০১৬

বিবিয়ানা-কালিয়াকৈর ডাবল সার্কিট সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন আজ সোমবার চালু হচ্ছে। সিলেট এলাকায় নির্মাণ করা কেন্দ্রের বিদ্যুত সঞ্চালনের জন্য সঞ্চালন লাইনটি নির্মাণ করা হয়েছে। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমার সঙ্গে সঙ্গে সঞ্চালন ব্যবস্থা আরও উন্নত হবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃক নবনির্মিত বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন সোমবার বেলা ১১টায় চালু করা হচ্ছে। হাইভোল্টেজ লাইনটির মাধ্যমে সিলেট অঞ্চলের বিবিয়ানায় নির্মিত ও নির্মিতব্য কয়েকটি বিদ্যুত কেন্দ্রে উৎপাদিত প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে সঞ্চালন করা সহজ হবে। বিবিয়ানাতে এখন সামিট পাওয়ার ৩৪১ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করছে। এর বাইরেও বিবিয়ানাতে আরও দুটি বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। সব মিলিয়ে এখান থেকে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত জাতীয় গ্রিডে যোগ হবে। বিবিয়ানাতে গ্যাসের সংস্থান থাকায় বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গত সরকারের শেষ সময়ে এসে দুটি বিদ্যুত কেন্দ্রর কার্যাদেশ দেয়া হয়। এছাড়া দুটি আইপিপি বিদ্যুত কেন্দ্রর কার্যাদেশ দেয়া হলেও একটি কেন্দ্র নির্মাণ করে সামিট। পিজিসিবি বলছে নতুন এই লাইন নির্মাণের ফলে জাতীয় গ্রিডের সক্ষমতা অনেকাংশে বাড়বে। এতে গ্রাহক আরও ভাল বিদ্যুত সরবরাহ পাবে। নতুন লাইনটির দৈর্ঘ্য ১৬৮ কিলোমিটার। লাইনটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, বানিয়াচং ও আজমেরীগঞ্জ উপজেলা; কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, নিকলি, করিমগঞ্জ, কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলা; ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা; এবং গাজীপুর জেলার কাপাসিয়া, শ্রীপুর, গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার ওপর দিয়ে অতিক্রম করেছে। আজ সোমবার গাজীপুরের কালিয়াকৈর প্রান্ত হতে লাইনটি ৪০০ কেভি (চার লাখ ভোল্ট) বিদ্যুত দ্বারা চালু করা হবে; যা পরবর্তীতেও বিদ্যুতায়িত অবস্থায় থাকবে। এটি হবে দেশে ৪০০ কেভি ভোল্টেজে চালু প্রথম বিদ্যুত সঞ্চালন লাইন। পিজিসিবি’র মেঘনাঘাট-আমিনবাজার প্রথম ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন লাইনটি ২৩০ কেভি ভোল্টেজে চালু করা আছে। বিবিয়ানা-কালিয়াকৈর এ নবনির্মিত লাইনের জন্য উভয়প্রান্তে ৪০০/২৩০ কেভি গ্রিড সাবস্টেশন নির্মাণ করেছে পিজিসিবি। নতুন লাইনটি সিলেট ও ঢাকার মধ্যে ‘ব্যকবোন লাইন’ হিসেবে নির্মাণ করা হয়েছে। পিজিসিবি’র ডবল সার্কিট এ লাইনের প্রতি সার্কিটের সঞ্চালন সক্ষমতা প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট। বিবিয়ানা ছাড়াও সিলেট অঞ্চলে আরও বেশ কিছু সংখ্যক ছোট-বড় বিদ্যুত কেন্দ্র উৎপাদনে আছে। প্রয়োজনে সেসব বিদ্যুত ও এ লাইনে ঢাকা হয়ে দেশের বিভিন্ন স্থানে সঞ্চালন করা যাবে। লাইনটি বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং ফেঞ্চুগঞ্জ-বিবিয়ানা ২৩০ কেভি সঞ্চালন লাইন প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি কোরিয়া সরকারের ইডিসিএফ, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি’র সম্মিলিত অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।
×