ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:১৯, ১২ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইব্রাহিম হোসেন মানিক (৩০) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। তিনি নগরীর সদরঘাট বাইলেন এলাকার আবু হানিফের পুত্র। ব্যবসায়িক এবং এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় রানা নামে একজনকে আটক করেছে। কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুর একটার দিকে কয়েক দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। মানিকের দেহ পড়ে থাকে আলকরণ এলাকায় নালার পাশে। স্থানীয় লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইব্রাহিম হোসেন মানিক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এলাকায় তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে পরিচিত। তবে তিনি কোন পদে ছিলেন সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। পুলিশ জানায়, ঘটনাস্থলের পেছনে সাহেবপাড়া এলাকায় একটি মুদি দোকানের দখল নিয়ে তার সঙ্গে বিরোধ ছিল রানা নামের একজনের। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও রয়েছে। এর আগে মানিকের মামলায় গ্রেফতার হয়ে রানা কিছুদিন জেলও খাটেন। প্রায় ১৫ দিন আগে জামিনে মুক্তি পান রানা। রবিবারও মামলায় সাক্ষী দেন রানা। রিক্সা নিয়ে ফেরার পথে আলকরণ এলাকার মেমন হাসপাতালের সামনে তিনি আক্রান্ত হন। সেখানে দুপক্ষের মধ্যে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনাও ঘটে। ইব্রাহিম হোসেন মানিকের অনুসারীরা রানার ওপর হামলায় চালায় বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এরপর দুপুর একটার দিকে আলকরণ এলাকায় আবারও দু’পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। একটি গুলিবিদ্ধ হয় ইব্রাহিম হোসেন মানিকের শরীরে। এতে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর আহতাবস্থায় পালাবার চেষ্টা করে রানা। এ সময় পুলিশ তাকে আটক করে।
×