ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয়: রিজভী

প্রকাশিত: ০২:০৭, ১১ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয়: রিজভী

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী বলেছেন, জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয় বলে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রহসন আর জালভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের নিয়ে সরকার আবারো একটি সাজানো নাটকের মধ্যে দিয়ে জেলা পরিষদ দখলে নেয়ার পাঁয়তারা করছে। রবিবার পাবনা শহরের দোয়েল কমিউটি সেন্টারে জেলা ছাত্রদল আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব বিবেচনার আহবান জানিয়ে রিজভী আরো বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার ইচ্ছা সরকারের থাকলে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে হবে। মিনায়মারের শরনার্থী মুসলিমদের আশ্রয় দিতে হবে। এবং মায়ানমারের সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে। শান্তিতে নোবেল প্রাপ্ত সূচির রাষ্টে এই ধরনের নির্যাতন আমরা কখনো প্রত্যাশা করিনা। তিনি এ বিষয়ে জাতী সংঘের হস্তক্ষেপ দাবী করেন। জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ হিমেল রানার সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় অন্যান্যের বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান রসায়ন পবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহম্মেদ, ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সসস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সভাপতি অবঃ মেজর কে এস মাহামুদ, সাধারন সম্পাদক ইঞ্জিঃ খন্দকার হাবিবুর রহমান তোতা ও জেলা ছাত্রদলের সম্পাদক তসলিম হাসান খান সুইট প্রমূখ।
×