ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণপূর্তের প্রধান প্রকৌশলীর সনদ কেন বাতিল নয় : হাইকোর্ট

প্রকাশিত: ০১:১০, ১১ ডিসেম্বর ২০১৬

গণপূর্তের প্রধান প্রকৌশলীর সনদ কেন বাতিল নয় : হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান ওরফে টিপু মুন্সির নাম মুক্তিযোদ্ধা হিসেবে অন্তভুক্তিকরণ সনদ (মুক্তি সনদ) কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার মুক্তিযোদ্ধা সনদ কেন বাতিল করা হবে না, মুক্তিযোদ্ধা হিসেবে তার মেয়াদ বৃদ্ধি এবং কোন কর্তৃত্ব বলে তিনি বর্তমান দায়িত্বে রয়েছেন তাও জানতে চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সহকারি সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ও টিপু মুন্সিকে রুলের জবাব দিতে হবে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। পরে তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
×