ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিরোধী রাজনীতির সুযোগ বন্ধ: নজরুল

প্রকাশিত: ০১:০৯, ১১ ডিসেম্বর ২০১৬

বিরোধী রাজনীতির সুযোগ বন্ধ: নজরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে বিরোধী রাজনীতির সুযোগ বন্ধ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশের নারীদের জীবনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাই তারাও এই বন্ধ রাজনীতির শিকার। রবিবার দুপুরে নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, নারীদের অধিকার আদায়ে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে জয়ী হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীদিনের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর সে আন্দোলনে বিজয় অর্জন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, বেগম রোকেয়া বিরুপ পরিস্থিতিতে বাধাবিপত্তি অতিক্রম করেও তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছেন। ঠিক তেমনি আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠাসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে হামাগুরি দিয়ে হলেও অগ্রসর হতে হবে। নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার নারীদের অধিকার ও ক্ষমতায়নের কথা বলেছে কিন্তু প্রকৃত পক্ষে দেশে নারীদের জীবন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তিনি বলেন, মহিলাদলের নেতাকর্মীসহ দেশের সব নারীদের বেগম রোকেয়ার জীবনের আদর্শ ধারন করে নারীদের অধিকার রক্ষায় নেতৃত্ব দিতে হবে। নারীদের কাজজগুলো যাতে স্বীকৃতি পায় সে জন্য সবাইকে সোচ্চার হতে হবে। নজরুল ইসলাম বলেন, আমরা সবাই বেগম রোকেয়াকে শ্রদ্ধা করি। আমাদের পাঠ্য বইয়েও তার নাম রয়েছে। তবে তিনি নারীদের অধিকারের জন্য যে সংগ্রাম করেছেন, সেটা অনুযারি আমরা কাজ করি না। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের প্রায় সবাই বিনা ভোটে নির্বাচিত। আর সংসদে এমন একটি বিরোধী দল রয়েছে যারা মন্ত্রিপরিষদেও আছে, বিরোধী দলেও আছে। আবার ওই বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর বিশেষদূতের দায়িত্বও পালন করছেন। এদের লজ্জা-সরম নেই। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাজমেরী ইসলাম, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
×