ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের দাবি পূরণের আশ্বাসে ছাত্রদল নেতার অনশন ভঙ্গ

প্রকাশিত: ০১:০৯, ১১ ডিসেম্বর ২০১৬

মির্জা ফখরুলের দাবি পূরণের আশ্বাসে ছাত্রদল নেতার অনশন ভঙ্গ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে অনশন ভঙ্গ করেন ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুন খান। রবিবার সকাল ১০টায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ আসছে ১ জানুয়ারির আগেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনের সকল শাখার কমিটি পুনর্গঠনের দাবিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনশন শুরু করে মামুন। বেলা ১টায় বিএনপি মহাসচিব দাবি তাকে ডেকে নিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে মামুন অনশন ভঙ্গ করেন। অনশন ভঙ্গ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুন বলেন, ছাত্রদলের বর্তমান ৭৩৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি আজ পর্যন্ত কোন সাধারণ সভা করতে পারেনি। অথচ গত ১৪ অক্টোবর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি বলেন, ছাত্রদলের মহানগরের বিভিন্ন ইউনিটের আংশিক কমিটি দিয়ে চলছে এক বছর ধরে। অধিকাংশ জেলা, উপজেলা ও কলেজ কমিটির মেয়াদ এক যুগ পার হলেও নতুন কমিটি গঠিত হচ্ছে না। তাই সর্বস্তরে ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছি। ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুন খান মামুনের অনশনের সংবাদ শুনে দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রথমে লোকমারফত তাকে অনশন ভঙ্গ করার কথা জানান। পরে তিনি মামুনকে বিএনপি কার্যালয়ের নিজ কার্যালয়ে ডাকেন। কি কারণে তিনি অনশন করছেন জানার পর দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে মামুন অনশন ভঙ্গ করেন। উল্লেখ্য, ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ প্রায় দুই মাস অতিক্রম করলেও এখনো নতুন কমিটি গঠনের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হয়নি। ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আগে কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণার সম্বাবনাও কম। বর্তমান কমিটির অধিকাংশ নেতার ছাত্রত্ব না থাকাসহ বিভিন্ন কারণে এ কমিটি গঠনের পর থেকেই ব্যাপক সমালোচনা হচ্ছে। আর এ কারণেই প্রকৃত ছাত্র এমন ছাত্রদল নেতারা সর্বস্তরে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে।
×