ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেঙ্গলের দুই সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের অনুমতি

প্রকাশিত: ২৩:০৪, ১১ ডিসেম্বর ২০১৬

বেঙ্গলের দুই সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের অনুমতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকসের দুই সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল পেট্রোকেম ও সিনথেটিক টেক্সটাইলস লিমিটেডের একীভূতকরণের অনুমতি দিয়েছে উচ্চ আদালত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, হস্তান্তরকারী এবং হস্তান্তরিত কোম্পানি জাজমেন্ট সত্যায়িত কপি ৬ সপ্তাহের মধ্যে জয়েন্ট স্টক কোম্পানিতে জমা দেবে। এর আগে বেঙ্গল উইন্ডসরের পরিচালনা পর্ষদের সভায় সহযোগী প্রতিষ্ঠান দুইটির একীভূতকরণের (অসধষমধসধঃরড়হ) খসড়া অনুমোদন করা হয়। উল্লেখ্য, বেঙ্গল পেট্রোকেম ও সিনথেটিক টেক্সটাইলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকসের সহযোগী কোম্পানি।
×