ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ব্যস্ত রাস্তায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৩:০২, ১১ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে ব্যস্ত রাস্তায় স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ব্যস্ততম এলাকা জিপিও’র সামনে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম মানিক (৩৪)। আজ রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ইব্রাহিম মানিক মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। ঘটনার পরপরই কোতোয়ালী থানা এবং সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দুপুরের দিকে আদালত থেকে হাজিরা দিয়ে নগরীর সদরঘাটে অবস্থিত বাড়িতে যাওয়ার সময় তাকে গুলি করে পালিয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রানা নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। কোতায়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমেদ জানান, কয়েকজনকে নিয়ে ওই এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানিককে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় মানিককে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
×