ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা স্পোর্টস কার্নিভাল শুরু

প্রকাশিত: ০৬:০৩, ১১ ডিসেম্বর ২০১৬

বসুন্ধরা স্পোর্টস কার্নিভাল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়াঙ্গনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের যোগসূত্রটা দীর্ঘদিনের। দেশের এই বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করে আসছে ক্রিকেট, ফুটবল, গলফসহ আরও অনেক খেলাতেই। কর্মীদের খেলাধুলায় উৎসাহ প্রদানের জন্যও বসুন্ধরা গ্রুপের উদ্যোগ কম নয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও শুরু হলো বসুন্ধরা ক্রীড়া উৎসব। এবারের কলেবর আরও বড়। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫০ লাখ টাকা, যা কোন প্রতিষ্ঠানের আন্তঃক্রীড়ায় অনন্য নজির। গতকাল অপরাহ্ণে বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী টুর্নামেন্টটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। তার আগ্রহে প্রথমবারের মতো এই ক্রীড়া উৎসবে এবার অংশ নিচ্ছেন গ্রুপের নারী কর্মীরা। এই শীতের হালকা আমেজে বসুন্ধরা গ্রুপে কর্মরত সহকর্মীরা মেতে উঠবেন ফুটবল, ফুটসাল, দাবা, ব্যাডমিন্টন আর টেবিল টেনিসের বন্ধুত্বমূলক প্রতিযোগিতায়। ৫০ লাখ টাকা প্রাইজমানির এই ক্রীড়া উৎসবে অংশ নিচ্ছেন ১০০০ জন। ফুটবলের দল ১২টি আর ফুটসালের দল ২০টি। এমন বিশাল কলেবরে মুগ্ধ হয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ‘ক্রীড়াঙ্গনের সঙ্গে বসুন্ধরার সম্পর্ক অনেক পুরনো। আর কোন গ্রুপের খেলাধুলা নিয়ে এমন আগ্রহ দেখিনি আমি। প্রতিবছর জাঁকজমকভাবে কর্মীদের নিয়ে ক্রীড়া উৎসব করাটা বিশেষ কিছু। এই গ্রুপের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। জাতীয় হকি দলের ক্যাম্পে ডাক ১৫ জনের স্পোর্টস রিপোর্টার ॥ ফেব্রুয়ারি-মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশ্ব হকি লীগ রাউন্ড-২ এর খেলা। এই উপলক্ষে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। যে ১৫ জনকে ডাকা হয়েছে তাদের উন্মুক্ত ট্রায়াল হবে। ট্রায়াল থেকে পরে কয়েকজনকে বাছাই করে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত হবে। জাতীয় দলের কোচ অলিভার কার্টজের অধীনে তারা প্রশিক্ষণ নেবে। রবিবার ডাক পাওয়া খেলোয়াড়দের খেলার সরঞ্জামাদিসহ কোচ অলিভারের কাছে রিপোর্ট করতে হবে। হংকংয়ে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে জিতে আসা ১৮ খেলোয়াড় আগে থেকেই চূড়ান্ত দলে জায়গা ধরে রেখেছেন। শনিবার প্রাথমিক যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে আরও কয়েকজন ট্রায়ালের পর চূড়ান্ত দলে সুযোগ পাবেন। ডাক পাওয়া ১৫ জন হলেন : আবু সাইদ নিপ্পন, মহিদুল ইসলাম, রোকনুজ্জামান সোহাগ, আবদুল মালেক, বেলাল হোসেন, রাতুল আহমেদ অনিক, সাব্বির রানা, ফজলে হোসেন রাব্বি, নাইম উদ্দিন, মাহবুব হোসেন, রাজু আহমেদ, রাব্বি সালেহীন রকি, দ্বীন ইসলাম ইমন, আরশাদ হোসেন এবং শামিম মিয়া।
×