ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ব্যাডমিন্টন

ভারত-ভিয়েতনামের আধিপত্য

প্রকাশিত: ০৬:০৩, ১১ ডিসেম্বর ২০১৬

ভারত-ভিয়েতনামের আধিপত্য

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ’ শেষ হয়েছে শনিবার। মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন শীর্ষ বাছাই ভিয়েতনামের থি ত্রাং ভু। ফাইনালে তিনি ২১-১৮, ২১-১৩ পয়েন্টে হারান স্বদেশী থুই লিনহ্ এনগুয়েনকে। ভু মহিলা দ্বৈতেরও শিরোপা জেতেন। এককের ফাইনালে যাকে হারান সেই থুইকেই সঙ্গী করে ভারতের জাক্কামপুদি মেঘনা-পুর্ভিশা এস রাম জুটিকে হারান ২১-৬, ২০-২২, ২১-১১ পয়েন্টে। এছাড়া পুরুষ এককের শিরোপা জেতেন ভারতের অভিষেক ইয়ালগার। ২১-১৭, ২১-১৭ পয়েন্টে তিনি হারান স্বদেশী শ্রীয়ানশ জাইসালকে। পুরুষ দ্বৈতের শিরোপাও জিতেছেন ভারতীয় শাটলাররা। ‘অল-ইন্ডিয়া’ ফাইনালে সাতউইকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠি জুটি ১৭-২১, ২১-৭, ২১-৮ পয়েন্টে পরাভূত করেন এম অনিল কুমার রাজু-ভেঙ্কট গৌরব প্রসাদ জুটিকে। মিশ্র দ্বৈতেও জয়জয়কার ছিল ভারতের। সাতউইকসাইরাজ রানকিরেড্ডি-মিনাক্ষী কে জুটি ২১-১২, ২১-১২ পয়েন্টে হারান ভিয়েতনামের ভিরিয়াংকুরা তানুপাত-থানইয়াসুদা অংগিয়া জুটিকে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত শাটলারদের পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন ইউনেক্স-সানরাইজ কোম্পানির প্রতিনিধি সুব্রত কুমার রাউট এবং এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোঃ মোতাহার হাসান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব আবদুল মালেক।
×